রাজবাড়ীতে ৩ ব্যবসায়ীর জরিমানা
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / ১১০৯ জন সংবাদটি পড়েছেন
মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অভিযোগে বুধবার রাজবাড়ী সদর উপজেলার তিন ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে, সদর উপজেলার জৌকুড়া বাজারের জহির স্টোর ও সূর্যনগর বাজারের রুনি স্টোরকে দুই হাজার টাকা করে এবং খন্দকার স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৪৫ ধারায় এসব জরিমানা আদায় করা হয়।
Tag :