শিক্ষার্থীদের করোনার টিকা, রাজবাড়ীতে ভিড় কমাতে ৩টি কেন্দ্র চালু
- প্রকাশের সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১১৬৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দিতে মঙ্গলবার থেকে শহরেই তিনটি কেন্দ্র চালু করা হয়েছে। ভিড় কমানোর জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উদ্দেশ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, জেলার ১৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৬ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। রাজবাড়ী সদর হাসপাতালে ধাপে ধাপে টিকাদান কার্যক্রম চলছিলো। কিন্তু শিক্ষার্থীদের অতিরিক্ত ভিড়ে এ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছিল। সোমবার থেকে জেলার অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে টিকা দান কর্মসূচী চালু করা হয়। মঙ্গলবার থেকে শহরে রাজবাড়ী সদর হাসপাতালের পাশাপাশি ইয়াছিন উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সেও মিনি কনফারেন্স রুমে টিকাদান কেন্দ্র চালু করা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম হোসেন টিটন জানান, ভিড় কমাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিডিউল মোতাবেক সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করবে।