রাজবাড়ী ডিবিপুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

- প্রকাশের সময় : ০৬:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / 490
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রাজবাড়ী ডিবি অফিস সুত্রে জানাযায়, রাজবাড়ী ডিবির অফিসার ইনর্চাজ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে, এসআই মিঠু ফকির, এএসআই মোঃ সামাদ মোল্লা, এএসআই মোঃ আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার রাজবাড়ী গোয়ালন্দঘাট থানা এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া (পুড়াভিটা) সাকিনস্থ জনৈক এলেম এর কলার দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগি ইউনিয়নের রৌছিবিলি গ্রামের মৃত ফুল শেখের মেয়ে মোছাঃ মোরজিনা বেগম(৩৫), বর্তমান ঠিকানা সাং-উত্তর দৌলতদিয়া (পুড়াভিটা বাবুর বাড়ী ভাড়াটিয়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা সহ গ্ৰেফতার করা হয়।