বালিয়াকান্দিতে মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগ
- প্রকাশের সময় : ০৬:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫৮৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার নুরানী মাদ্রাসা সংলগ্ন দোকানে হাফেজিয়া মাদ্রাসার শাওন মোল্যা (১০) নামে এক ছাত্রকে মেহগনির ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাওন মোল্যার মামা তৈয়ুবুর রহমান বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার সংলগ্ন নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নিকট শাহিদুলের চায়ের দোকানে শাওন মোল্যা গিয়ে বসার চাঙের উপর বসে। চাঙে লাথি লাগার অজুহাতে বহরপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আবুল হোসেন ওরফে বড় মনি (৬০) পাশে থাকা মেহগনির ডাল দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাতেই বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, শনিবার অভিযোগের বিষয়টি জানতে পেরে অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। শাওন মোল্যা এতিম হওয়ার কারণে আমার বাড়ীতে রেখেই তাকে মানুষ করার চেষ্টা করছি। ইতিপুর্বেও ৩ বার মারধোর করেছে এ বড় মনি। চিকিৎসক শাওনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেছেন। একদিকে চিকিৎসা নিয়ে ব্যস্ত অন্যদিকে হুমকি আমরা দিশেহারা হয়ে পড়েছি।