Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গাঁজার আরও একটি বড় চালান আটক করেছে র‌্যাব, গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ১৩৩১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ মাত্র তিন দিনের ব্যবধানে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গাঁজার আরও একটি বড় চালান আটক করেছে। শুক্রবার সকালে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে সাড়ে ৩১ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। এঘটনায় তারা গ্রেপ্তার করেছে দুজনকে। তারা হলো ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আরামবাগ চরকান্দা গ্রামের ওহাব হরকরার ছেলে আজাদ হরকরা ও একই গ্রামের জাকির হরকরার ছেলে রানা হরকরা।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। এই চক্রটি একটি বড় চালান নিয়ে ফরিদপুর অভিমুখে যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় চেক পোস্ট বসিয়ে পিকআপটি আটক করা হয়। পিকআপটি তল্লাশী চালিয়ে মাছের ড্রামের মধ্যে বিশেষ কৌশলে রাখা সাড়ে ৩১ কেজি গাঁজা  উদ্ধার করা হয়। মোটা কাগজ দিয়ে স্কচ টেপ পেঁিচয়ে মোট ৬৩ টি প্যাকেট করে গাঁজাগুলো পাচার করা হচ্ছিল। এঘটনায় পিকআপে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির সাড়ে  চার হাজার টাকা ও গাঁজা বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। এব্যাপারে গাঁজা ও পিকআপসহ আটক দুজনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত গত ১৮ মে তারিখে সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গাঁজার আরও একটি বড় চালান আটক করেছে র‌্যাব, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৭:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১

জনতার আদালত অনলাইন ॥ মাত্র তিন দিনের ব্যবধানে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা গাঁজার আরও একটি বড় চালান আটক করেছে। শুক্রবার সকালে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে সাড়ে ৩১ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। এঘটনায় তারা গ্রেপ্তার করেছে দুজনকে। তারা হলো ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আরামবাগ চরকান্দা গ্রামের ওহাব হরকরার ছেলে আজাদ হরকরা ও একই গ্রামের জাকির হরকরার ছেলে রানা হরকরা।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। এই চক্রটি একটি বড় চালান নিয়ে ফরিদপুর অভিমুখে যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় চেক পোস্ট বসিয়ে পিকআপটি আটক করা হয়। পিকআপটি তল্লাশী চালিয়ে মাছের ড্রামের মধ্যে বিশেষ কৌশলে রাখা সাড়ে ৩১ কেজি গাঁজা  উদ্ধার করা হয়। মোটা কাগজ দিয়ে স্কচ টেপ পেঁিচয়ে মোট ৬৩ টি প্যাকেট করে গাঁজাগুলো পাচার করা হচ্ছিল। এঘটনায় পিকআপে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির সাড়ে  চার হাজার টাকা ও গাঁজা বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে। এব্যাপারে গাঁজা ও পিকআপসহ আটক দুজনকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত গত ১৮ মে তারিখে সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।