Dhaka ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলা, আহত ৩, গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • / ১৩৭৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত খাগজানা গ্রামে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে গেলেও রাম সাহা, সুদেব কর্মকার ও সেন্টু কর্মকার নামে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে রাম  সাহাকে  কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হয়েছে। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় সুদেব কর্মকার বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেছেন। পুলিশ জিল্লুল ও বারেক নামে দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার জানান, খাগজানায় তার গ্রামের বাড়ি। সেখানে ‘কর্মকার বাড়ি দুর্গামন্দির’ আছে। রাত ১১ টার দিকে হৈহৈ রব করে ৫০/৬০ জন দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে ওই দুর্গা মন্দিরে হামলা চালানোর চেষ্টা করে। এলাকাবাসী একজোট হয়ে তাদের বাধা দিতে যায়। ওই সময় দুর্বৃত্তদের হামলায় তার সহোদর ভাই সুদেব কর্মকার, রাম সাহা ও সেন্টু কর্মকার আহত হয়। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করলে  হামলাকারীরা পালিয়ে যায়। যাবার সময় বেশ কয়েকটি বাড়ির বেড়া ভাংচুর করে। তিনি বলেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে লুটপাটের ঘটনায় আমরা প্রতিবাদ সমাবেশ করেছি। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। শাল্লায় যাদের অনুসারীরা হামলা করেছে। এখানেও তার অনুসারীরাই  এ হামলার চেষ্টা করেছে বলে ধারণা তার। হামলার ঘটনায় সুদেব কর্মকার বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেছে।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই  পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত  করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হামলা, আহত ৩, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৭:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত খাগজানা গ্রামে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে গেলেও রাম সাহা, সুদেব কর্মকার ও সেন্টু কর্মকার নামে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে রাম  সাহাকে  কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হয়েছে। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় সুদেব কর্মকার বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেছেন। পুলিশ জিল্লুল ও বারেক নামে দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার জানান, খাগজানায় তার গ্রামের বাড়ি। সেখানে ‘কর্মকার বাড়ি দুর্গামন্দির’ আছে। রাত ১১ টার দিকে হৈহৈ রব করে ৫০/৬০ জন দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে ওই দুর্গা মন্দিরে হামলা চালানোর চেষ্টা করে। এলাকাবাসী একজোট হয়ে তাদের বাধা দিতে যায়। ওই সময় দুর্বৃত্তদের হামলায় তার সহোদর ভাই সুদেব কর্মকার, রাম সাহা ও সেন্টু কর্মকার আহত হয়। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করলে  হামলাকারীরা পালিয়ে যায়। যাবার সময় বেশ কয়েকটি বাড়ির বেড়া ভাংচুর করে। তিনি বলেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে লুটপাটের ঘটনায় আমরা প্রতিবাদ সমাবেশ করেছি। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। শাল্লায় যাদের অনুসারীরা হামলা করেছে। এখানেও তার অনুসারীরাই  এ হামলার চেষ্টা করেছে বলে ধারণা তার। হামলার ঘটনায় সুদেব কর্মকার বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেছে।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই  পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত  করছে।