জনতার আদালত সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

- প্রকাশের সময় : 06:31:31 pm, Wednesday, 5 August 2020
- / 1554 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ স্বভাব সুলভ নিয়মে তিনি মানুষের পাশে দাঁড়ান। কী দুর্যোগ, কী মহামারি, যে কোনো কিছুতেই। করোনার দুর্যোগ শুরু হওয়ার পর ঢাকার টোলারবাগে লকডাউনে আটকা পড়েন তিনি। সেখানে বসেই মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন। লকডাউন শেষ না হতেই ছুটে গেছেন মানুষের কাছে। দাঁড়িয়েছেন প্রাণের কৃষকদের পাশে। তাদের হাতে হাত রেখে কেটেছেন ধান। করেছেন আর্থিক সহায়তা।
জনগণের প্রাণ কৃষকলীগ নেতা দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক আজ করোনা আক্রান্ত। তার স্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহানা রশিদ ও ছেলেও আক্রান্ত হয়েছেন করোনায়।
গত বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি ও তার পরিবারের দুই সদস্য। নমুনা দেয়ার পর পজিটিভ আসে। বর্তমানে তারা ঢাকার নিজ বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন।
নুরে আলম সিদ্দিকী হক, তার স্ত্রী ও ছেলের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন তার পরিবার।
নিশ্চয় তিনি দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসবেন তার প্রাণের মানুষের মাঝে।