গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় করোনার উপসর্গে দলিল লেখকের মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / 472
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে সোমবার সকালে করোনার উপসর্গ নিয়ে গোবিন্দ সেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের গোপাল সেনের ছেলে। পেশায় তিনি পাংশা ভূমি অফিসের দলিল লেখক ছিলেন।
মৃতের পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি, গলাব্যথায় ভুগছিলেন। রোববার তিনি নমুনা দেন। সোমবার সকালে তার অবস্থার অবনতি হওয়ায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউল ইসলাম জানান, রোববার ওই ব্যক্তি নমুুনা দিয়েছিলেন। তাার রিপোর্ট এখনও এসে পৌছায়নি। স্বাস্থ্যবিধি মেনে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।
Tag :