Dhaka ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে বাঁধ‌নের উদ্যোগে ৪০ প‌রিবা‌রের মা‌ঝে ঈদ উপহার বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • / ১২৬০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন : “এ‌কের রক্ত অ‌ন্যের জীবন, রক্তই হোক অাত্মার বাঁধন” এই  স্লোগন‌কে সাম‌নে রে‌খে স্বেচ্ছায় রক্তদাতা‌দের সংগঠন বাঁধন রাজবাড়ী সরকারি কলেজ ইউনিট ও পদ্মাজোন রাজবাড়ী‌তে ৪০টি বন্যার্ত প‌রিবা‌রের মা‌ঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ক‌রে‌ছে।

শুক্রবার সকা‌লে রাজবাড়ী সরকারী ক‌লেজ প্রাঙ্গ‌নে বাঁধন কেন্দ্রীয় পরিষদের সহযোগিতা এবং রাজবাড়ী সরকারি কলেজ ইউনিট ও পদ্মাজোনের তত্তাবধা‌নে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্র‌তি‌টি প‌রিবার‌কে চাল, ডাল, তেল, লবন, চিড়া, চি‌নি, সেমাই, গুড়া দুধ, সবান ও‌ বিস্কুট দেয়া হয়।

এরঅা‌গে গত ক‌য়েক‌দিন ধ‌রে রাজবাড়ী সরকারি কলেজ ইউনিট ও পদ্মাজোনের সদস্যরা জেলা সদ‌রের মিজানপু‌রের মহা‌দেবপুর ও বরা‌টের অন্তার‌মোড় এলাকার বন্যার্ত এলাকা পরিদর্শন ক‌রে অসহায় ৪০টি বানভা‌সি‌ প‌রিবা‌রের তা‌লিকা প্রস্তুত ক‌রেন এবং যার অা‌লো‌কে অাজ ওই ৪০টি পরিবা‌রের মা‌ঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপ‌স্থিত ছি‌লেন, বাঁধন রাজবাড়ী সরকারি কলেজ ইউনিটের সভাপ‌তি  এস এম সুমন মাহমুদ, পদ্মা জো‌নের সভাপতি মোঃ পাবেল আহমেদ, বাঁধন রাজবাড়ী ক‌লেজ ইউ‌নি‌টের ছাত্র উপ‌দেষ্টা খায়রুল ইসলাম, মোঃ নাজমুল আহসান, মোঃ আবু রায়হান, মোঃ সুহানুর রহমান, আবদুর রহমান চৌধুরী, সদস্য মাসরুরা খাতুন প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী‌তে বাঁধ‌নের উদ্যোগে ৪০ প‌রিবা‌রের মা‌ঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশের সময় : ০৮:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০

জনতার আদালত অনলাইন : “এ‌কের রক্ত অ‌ন্যের জীবন, রক্তই হোক অাত্মার বাঁধন” এই  স্লোগন‌কে সাম‌নে রে‌খে স্বেচ্ছায় রক্তদাতা‌দের সংগঠন বাঁধন রাজবাড়ী সরকারি কলেজ ইউনিট ও পদ্মাজোন রাজবাড়ী‌তে ৪০টি বন্যার্ত প‌রিবা‌রের মা‌ঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ক‌রে‌ছে।

শুক্রবার সকা‌লে রাজবাড়ী সরকারী ক‌লেজ প্রাঙ্গ‌নে বাঁধন কেন্দ্রীয় পরিষদের সহযোগিতা এবং রাজবাড়ী সরকারি কলেজ ইউনিট ও পদ্মাজোনের তত্তাবধা‌নে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্র‌তি‌টি প‌রিবার‌কে চাল, ডাল, তেল, লবন, চিড়া, চি‌নি, সেমাই, গুড়া দুধ, সবান ও‌ বিস্কুট দেয়া হয়।

এরঅা‌গে গত ক‌য়েক‌দিন ধ‌রে রাজবাড়ী সরকারি কলেজ ইউনিট ও পদ্মাজোনের সদস্যরা জেলা সদ‌রের মিজানপু‌রের মহা‌দেবপুর ও বরা‌টের অন্তার‌মোড় এলাকার বন্যার্ত এলাকা পরিদর্শন ক‌রে অসহায় ৪০টি বানভা‌সি‌ প‌রিবা‌রের তা‌লিকা প্রস্তুত ক‌রেন এবং যার অা‌লো‌কে অাজ ওই ৪০টি পরিবা‌রের মা‌ঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপ‌স্থিত ছি‌লেন, বাঁধন রাজবাড়ী সরকারি কলেজ ইউনিটের সভাপ‌তি  এস এম সুমন মাহমুদ, পদ্মা জো‌নের সভাপতি মোঃ পাবেল আহমেদ, বাঁধন রাজবাড়ী ক‌লেজ ইউ‌নি‌টের ছাত্র উপ‌দেষ্টা খায়রুল ইসলাম, মোঃ নাজমুল আহসান, মোঃ আবু রায়হান, মোঃ সুহানুর রহমান, আবদুর রহমান চৌধুরী, সদস্য মাসরুরা খাতুন প্রমুখ।