হোম কোয়ারেন্টাইন না মানায় রাজবাড়ীতে ২ জনের জরিমানা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৪৩৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ হোম কোয়ারেন্টাইন না মানায় রাজবাড়ীর কালুখালীতে বৃহস্পতিবার বিকেলে দুই প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো সৌদি আরব প্রবাসী উপজেলার পাইকারা গ্রামের আবুল হাসেমের ছেলে বশির আহমেদ ও মালয়েশিয়া প্রবাসী মুরালিখোলা গ্রামের পবন শেখের ছেলে আকরাম হোসেন শেখ।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আলম জানান, সৌদি আরব প্রবাসী বশির আহমেদ গত ১২ মার্চ তারিখে এবং মালয়েশিয়া প্রবাসী আকরাম গত ৯ মার্চ দেশে আসেন। হোম কোয়ারেন্টাইন না মেনে তারা বাইরের মানুষের সাথে হাত মেলানো, কোলাকুলি, বাজার সদাই সবকিছু করছিল। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে সতর্ক করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
Tag :