রাজবাড়ীতে ভেলা বাইচ
- প্রকাশের সময় : ০৮:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
- / ২০৫৮ জন সংবাদটি পড়েছেন
জনতারআদালত অনলাইন ॥ বড় বড় ছয়টি কলাগাছ দিয়ে তৈরি ভেলা। প্রতিযোগিতায় অংশ নিতে দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য কলার ভেলাকে সাজানো হয়েছে রঙিন কাপড় আর কাগজ দিয়ে। কোনোটাতে মাঝি তিনজন আবার কোনোটাতে চারজন।
ফুলতলা লেক সংস্কার ও সৌন্দর্য বর্ধনের দাবিতে ভেলা বাইচ উদযাপন কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে রাজবাড়ী রেলস্টেশন সংলগ্ন ফুলতলা লেকে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এ ভেলা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত মোট ১৫টি ভেলা অংশ নেয় । এতে প্রথম স্থান অধিকার করে রাজবাড়ীর নেহা এন্টার প্রাইজ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ধুমকেতু ও মায়ের দোয়া এন্টার প্রাইজ। প্রথম স্থান অধিকারী দলকে নগদ ১০ হাজার টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দল পায় চার ও তিন হাজার টাকা। এছাড়া ক্রেস্ট উপহারও দেয়া হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র নির্মল কৃষ্ণ চক্রবর্তী, রাজবাড়ী রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা এসএম নওয়াব আলী, আয়োজক কমিটির আহ্বায়ক আবুল কালাম। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালী।