Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭
  • / ১২৭৫ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মানিক গাজী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কালীচরণপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পেশায় সে একজন নসিমন চালক বলে জানা গেছে।
আলীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার ওমর আলী জানান, ঈদের দিন শনিবার রাতে মানিক বসুন্ধরা সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিল। সিনেমা চলাকালীন হলের ভেতরে কয়েকজন যুবকের সাথে তার কথা কাটাকাটি হয়।  সিনেমা শেষ হওয়ার পর ওই যুবকরা মানিককে রাজবাড়ী স্টেডিয়ামের কাছে ডেকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে মানিককে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার ওসি আবুল বাশার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে তা অবশ্যই গ্রহণ করা হবে। পুলিশ স্বপ্রণোদিত হয়ে দুর্বৃত্তদের খুঁজে বের করার জন্য মাঠে নেমেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৭:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭

স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মানিক গাজী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কালীচরণপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পেশায় সে একজন নসিমন চালক বলে জানা গেছে।
আলীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার ওমর আলী জানান, ঈদের দিন শনিবার রাতে মানিক বসুন্ধরা সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিল। সিনেমা চলাকালীন হলের ভেতরে কয়েকজন যুবকের সাথে তার কথা কাটাকাটি হয়।  সিনেমা শেষ হওয়ার পর ওই যুবকরা মানিককে রাজবাড়ী স্টেডিয়ামের কাছে ডেকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে মানিককে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার ওসি আবুল বাশার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে তা অবশ্যই গ্রহণ করা হবে। পুলিশ স্বপ্রণোদিত হয়ে দুর্বৃত্তদের খুঁজে বের করার জন্য মাঠে নেমেছে।