গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭
- / 364
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রাম থেকে শুক্রবার রাতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক মামলার আসামি মহির সরদারকে গ্রেফতার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। সে একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা আদালতে বিচারাধীন। শনিবার রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে চালান করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
Tag :