সম্প্রতি জেলায় ৫টি খুনের ঘটনা নিয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
- প্রকাশের সময় : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৪ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলায় গত ১০ দিনে পাঁচটি হত্যাকান্ডের ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন। বুধবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, গত ১৫ সেপ্টেম্বর রাতে পাংশায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয় তার স্বামী রতন খা। ২১ সেপ্টেম্বর কালুখালী থানায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে জনতা। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকায় চরমপন্থি নেতা সুশীলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। ২৩ সেপ্টেম্বর নেশার টাকা না পেয়ে স্ত্রীকে শ^াসরোধে হত্যা করে তার স্বামী। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর সকালে রাজবাড়ী সদর উপজেলার পূর্ব ভবদিয়া এলাকায় মালটা বাগান থেকে নিখোঁজের দুইদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুুপার বলেন, পুলিশ প্রতিটি হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করেছে। চুরি, আধিপত্য বিস্তার, পারিবারিক কলহের কারণে এসব হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত চারটি হত্যায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সর্বশেষ শিশু হত্যা ঘটনায় ড্রাগন বাগান মালিক মুক্তার সরদারসহ দুজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান প্রমুখ।