রাজবাড়ীতে চালু হয়নি থানার কার্যক্রম
- প্রকাশের সময় : ০৮:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
- / ১০৫৮ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলার থানাগুলোর কার্যক্রম এখনও শুরু হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহিতারা।
শনিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর থানায় গিয়ে দেখা যায়, প্রধান ফটক তালাবদ্ধ। থানার ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। এসময় তারা জানান, থানার ভেতরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তারা থানার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বাইরে কয়েকজন সেবাগ্রহীতা অপেক্ষা করছিলেন। কার্যক্রম বন্ধ থাকায় ফিরে যান তারা।
রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধানের কাছে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে জানান, তাদের কর্মবিরতি চলছে। একারণে তারা দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন। তবে, পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন। আস্তে আস্তে ফিরলেই তাদের কার্যক্রম শুরু হবে।
এদিকে একই অবস্থা বিরাজ করছে রাজবাড়ীর পাংশা, কালুখালী ও গোয়ালন্দ ঘাট থানায়। পাংশা থানার ডিউটি অফিসারের কাছে ফোনে জানতে চাইলে দায়িত্বরত এএসআই মুরাদ জানান, তারা থানার নিরাপত্তার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দায়িত্ব পালন করছেন। কালুখালী থানার ওসি আলমগীর হোসাইনের কাছে জানতে চাইলে এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান। গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস ফোন না ধরায় তার বক্তব্য জানা যায়নি।
তবে, বালিয়াকান্দি থানার ওসি আলমগীর হোসেন জানান, তারা তাদের থানার কার্যক্রম শুরু করেছেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম জানান, স্বল্প পরিসরে রাজবাড়ীর থানাগুলোতে কার্যক্রম শুরু হয়েছে। তবে, শীগগীরই পুরোদমে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।