ঢাকাগামী আন্তঃনগর ২ ট্রেনের স্টপেজ দাবিতে কালুখালীতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৮:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১১৩৮ জন সংবাদটি পড়েছেন
ঢাকাগামী আনন্তঃনগর দুটি ট্রেনের স্টপেজ দাবিতে সোমবার রাজবাড়ীর কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন কালুখালী উপজেলা চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহŸায়ক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহ আজিজ, সাংবাদক শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকে কালুখালী জংশন স্টেশনের গুরুত্ব রয়েছে। কালুখালী রেলওয়ে জংশন হওয়ায় গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, রাজশাহী, পোড়াদহ, খুলনাসহ বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেন এখানে থামছে। অথচ খুলনা-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোলÑঢাকা চলাচলকারী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির স্টপেজ দেওয়া হয়নি। এতে করে কালুখালীসহ আশেপাশের অঞ্চলের মানুষ এর সুফলভোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা এই দুটি ট্রেনের স্টপেজ এর জোর দাবি জানান।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর থেকে খুলনা- ঢাকা- খুলনা রুটে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস এবং ২ নভেম্বর বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন দুটির রাজবাড়ী জেলার মধ্যে শুধু রাজবাড়ীতে স্টপেজ রয়েছে।