পাংশায় ৮ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এনজিও কর্মকর্তা গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১২৫৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় আট বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বুধবার রাতে এনজিও কর্মকর্তা আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা। পাংশার মৌরাটে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পাংশা থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই আতিয়ার রহমান তারই অফিসের নি¤œপদস্থ এক কর্মকর্তার আট বছরের মেয়েকে ডেকে নিয়ে শ্লীলতাহানি ঘটায়। পরে বিষয়টি জানাজানি হয়। এব্যাপারে নিপীড়িত শিশুর বাবা বাদী হয়ে বুধবার পাংশা থানায় আতিয়ার রহমানের রহমানের বিরুদ্ধে মামলা করেন। ইতিপূর্বেও আতিয়ার রহমান এ ধরনের ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছে এলাকাবাসী।
পাংশা থানার এসআই জুয়েল রানা জানান, আতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। ভুক্তভোগীসহ কয়েকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা আছে বলে প্রতীয়মান হয়। শিশুটির ২২ ধারা জবানবন্দী রেকর্ডের জন্য তাকেও আদালতে পাঠানো হয়েছে।