Dhaka ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদ

রাজবাড়ীতে দুই দফায় ট্রেন আটকে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ১০৫৭ জন সংবাদটি পড়েছেন

খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির রুট পরিবর্তনের সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়েছে রাজবাড়ীবাসী। রোববার বেলা ১১টায় এবং আগের দিন রাত ৮টায় দুই দফায় ট্রেন আটকে রেখে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে তারা। পরে রেলের স্থানীয় কর্মকর্তাদের আশ্বাসে ট্রেন দুটি ছেড়ে দেয় বিক্ষোভকারীরা।

রাজবাড়ী জেলা ছাত্রদল রোববার বেলা ১১টায় রাজবাড়ী রেল স্টেশনে বিক্ষোভ মিছিল করে। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস এবং ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী স্টেশনে আটকে দেয়া হয়। একই সময়ে ক্রসিংয়ের অপেক্ষায় থাকা ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়াগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটিও আটকা পড়ে।

ছাত্রদল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলন, বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর অঞ্চল থেকে আগামী ১৫ নভেম্বর থেকে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন করে অন্য রুট দিয়ে যাবে। ফলে রাজবাড়ীসহ কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। যে কারণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন এই রুটেই চলাচলের দাবি করেন তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন। বক্তৃতা করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহব্বায়ক আসজাদ হোসেন আজাদ প্রমুখ।

একই দাবিতে শনিবার রাতে রাজবাড়ী স্টেশনে ভাটিয়াপাড়া থেকে ভাঙ্গাগামী এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করে স্থানীয় জনতা। এক ঘন্টা পর ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের বিষয়ে এখনও কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি। তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে বেলা ১১ টায় পৌছায়। এর কিছু সময় আগে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামি মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌছায়। সে সময়  বিক্ষোভকারীরা ট্রেন দুটি আটকে রেখে বিক্ষোভ করেন। পরে তাদের দাবি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ^াস দিলে তারা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে। এরপরই ট্রেন গন্তব্যে ছেড়ে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদ

রাজবাড়ীতে দুই দফায় ট্রেন আটকে বিক্ষোভ

প্রকাশের সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির রুট পরিবর্তনের সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়েছে রাজবাড়ীবাসী। রোববার বেলা ১১টায় এবং আগের দিন রাত ৮টায় দুই দফায় ট্রেন আটকে রেখে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে তারা। পরে রেলের স্থানীয় কর্মকর্তাদের আশ্বাসে ট্রেন দুটি ছেড়ে দেয় বিক্ষোভকারীরা।

রাজবাড়ী জেলা ছাত্রদল রোববার বেলা ১১টায় রাজবাড়ী রেল স্টেশনে বিক্ষোভ মিছিল করে। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস এবং ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী স্টেশনে আটকে দেয়া হয়। একই সময়ে ক্রসিংয়ের অপেক্ষায় থাকা ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়াগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটিও আটকা পড়ে।

ছাত্রদল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলন, বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর অঞ্চল থেকে আগামী ১৫ নভেম্বর থেকে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন করে অন্য রুট দিয়ে যাবে। ফলে রাজবাড়ীসহ কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। যে কারণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন এই রুটেই চলাচলের দাবি করেন তারা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন। বক্তৃতা করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহব্বায়ক আসজাদ হোসেন আজাদ প্রমুখ।

একই দাবিতে শনিবার রাতে রাজবাড়ী স্টেশনে ভাটিয়াপাড়া থেকে ভাঙ্গাগামী এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করে স্থানীয় জনতা। এক ঘন্টা পর ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের বিষয়ে এখনও কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি। তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে বেলা ১১ টায় পৌছায়। এর কিছু সময় আগে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামি মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌছায়। সে সময়  বিক্ষোভকারীরা ট্রেন দুটি আটকে রেখে বিক্ষোভ করেন। পরে তাদের দাবি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ^াস দিলে তারা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে। এরপরই ট্রেন গন্তব্যে ছেড়ে যায়।