Dhaka ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের চরমপন্থী শহীদ হত্যায় গ্রেফতার ২

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ১০৬০ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শহীদ মোল্লা হত্যা মামলার দুইজন আসামী গ্রেফতার হয়েছে। তারা হলো রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে শাকিল খান ও গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হবালিয়াডাঙ্গা গ্রামের হালিম খানের ছেলে হাসিবুল হাসান।

রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৩ জুলাই তারিখে গোয়ালন্দ ঘাট থানাধীন পশ্চিম উজানচর মাতুব্বরপাড়া গ্রামের হবি মোল্লার মেহগনি বাগানের মধ্যে শহীদ মোল্লা (৪৬)’কে অজ্ঞাতনামা আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। শহীদ মোল্লা সর্বহারা গ্রুপের সদস্য ছিল। তার বাড়ি পাবনা জেলার আমিনপুর থানা এলাকায়। তার বিরুদ্ধে ৩ টি হত্যা মামলাসহ ৫ টি মামলা চলমান আছে। মূলত নদী কেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকান্ড সংঘটিত হয়।  রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীনের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত¡াবধানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিবিড়ভাবে উক্ত মামলার তদন্ত কার্যক্রম চলমান রাখে। এরই ধারাবাহিকতায়  গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম  কুমার ঘোষের নেতৃত্বাধীন একটি চৌকস টিম অভিযান চালিয়ে মোঃ শাকিল খান (২৫) ও মোঃ হাসিবুল হাসান (২২)কে গোয়ালন্দঘাট থানাধীন বালিয়াডাংগা এলাকা থেকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা শহিদ মোল্লাকে হত্যাকান্ডের সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দের চরমপন্থী শহীদ হত্যায় গ্রেফতার ২

প্রকাশের সময় : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শহীদ মোল্লা হত্যা মামলার দুইজন আসামী গ্রেফতার হয়েছে। তারা হলো রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে শাকিল খান ও গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হবালিয়াডাঙ্গা গ্রামের হালিম খানের ছেলে হাসিবুল হাসান।

রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৩ জুলাই তারিখে গোয়ালন্দ ঘাট থানাধীন পশ্চিম উজানচর মাতুব্বরপাড়া গ্রামের হবি মোল্লার মেহগনি বাগানের মধ্যে শহীদ মোল্লা (৪৬)’কে অজ্ঞাতনামা আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। শহীদ মোল্লা সর্বহারা গ্রুপের সদস্য ছিল। তার বাড়ি পাবনা জেলার আমিনপুর থানা এলাকায়। তার বিরুদ্ধে ৩ টি হত্যা মামলাসহ ৫ টি মামলা চলমান আছে। মূলত নদী কেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকান্ড সংঘটিত হয়।  রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীনের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত¡াবধানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিবিড়ভাবে উক্ত মামলার তদন্ত কার্যক্রম চলমান রাখে। এরই ধারাবাহিকতায়  গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম  কুমার ঘোষের নেতৃত্বাধীন একটি চৌকস টিম অভিযান চালিয়ে মোঃ শাকিল খান (২৫) ও মোঃ হাসিবুল হাসান (২২)কে গোয়ালন্দঘাট থানাধীন বালিয়াডাংগা এলাকা থেকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা শহিদ মোল্লাকে হত্যাকান্ডের সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।