বালিয়াকান্দিতে বটির কোপে আহত গৃহবধূ পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে
- প্রকাশের সময় : ০৭:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১১৯৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেবরের বটির আঘাতে ৪ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক গৃহবধু। ওই গৃহবধুর নাম, খোদেজা বেগম (২০)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে উপজেলার সাঙ্গুরা গ্রামের সৈয়দ আলীর ছেলে সোহাগ তার ভাবি খোদেজাকে ঘরে ডাকে। তার ডাকে সাড়া না দেওয়ায় ধারালো বটি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেও চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় ৪দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এ গৃহবধু। কুপিয়ে বাড়ী থেকে পালিয়েছে দেবর সোহাগ।
এ বিষয়ে খোদেজার স্বামী বেলায়েত হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।