Dhaka ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে স্কু‌লের একা‌ডে‌মিক ভব‌নের ভিত্তিপ্রস্তর স্থাপন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / 342

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা শহ‌রের শে‌রে বাংলা বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের চারতলা ভীত বি‌শিষ্ট একতলা একা‌ডে‌মিক ভব‌নের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন ও নব-‌নি‌র্মিত তিনতলা ভ‌বনের উদ্ভোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার দুপু‌রে শে‌রে বাংলা স্কুল প্রাঙ্গ‌নে প্রধান অ‌তি‌থি হি‌সেবে একা‌ডে‌মিক ভব‌নের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন ও নব-‌নি‌র্মিত ভব‌নের উ‌দ্ভোধন ক‌রেন রাজবাড়ী-১ অাস‌নের এম‌পি ও সা‌বেক শিক্ষা প্র‌তিমন্ত্রী কাজী কেরামত অালী।

এ‌তে বিদ্যালয় প‌রিচালনা পর্ষ‌দের সভাপ‌তি ও সা‌বেক সংর‌ক্ষিত অাস‌নে‌র এম‌পি কামরুন নাহার চৌধুরী লাভল‌ীর সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা মাধ্যম‌কি শিক্ষা অ‌ফিসার ইকবাল হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ সামছু‌দ্দিন, জেলা অাওয়ামী লী‌গে‌র সহ-সভাপ‌তি হেদা‌য়েত অালী সোহরাব, বন ও প‌রিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব অালী, গোয়ালন্দ ভারপ্রাপ্ত উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান অাসাদুজ্জামান চৌধুরী, ঠিকাদার রনজিৎ কুম‌ার সরকারসহ বিদ্যাল‌য়ের শিক্ষক ও অ‌ভিভাবকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী‌তে স্কু‌লের একা‌ডে‌মিক ভব‌নের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের সময় : ০৫:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা শহ‌রের শে‌রে বাংলা বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের চারতলা ভীত বি‌শিষ্ট একতলা একা‌ডে‌মিক ভব‌নের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন ও নব-‌নি‌র্মিত তিনতলা ভ‌বনের উদ্ভোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার দুপু‌রে শে‌রে বাংলা স্কুল প্রাঙ্গ‌নে প্রধান অ‌তি‌থি হি‌সেবে একা‌ডে‌মিক ভব‌নের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন ও নব-‌নি‌র্মিত ভব‌নের উ‌দ্ভোধন ক‌রেন রাজবাড়ী-১ অাস‌নের এম‌পি ও সা‌বেক শিক্ষা প্র‌তিমন্ত্রী কাজী কেরামত অালী।

এ‌তে বিদ্যালয় প‌রিচালনা পর্ষ‌দের সভাপ‌তি ও সা‌বেক সংর‌ক্ষিত অাস‌নে‌র এম‌পি কামরুন নাহার চৌধুরী লাভল‌ীর সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা মাধ্যম‌কি শিক্ষা অ‌ফিসার ইকবাল হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ সামছু‌দ্দিন, জেলা অাওয়ামী লী‌গে‌র সহ-সভাপ‌তি হেদা‌য়েত অালী সোহরাব, বন ও প‌রিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব অালী, গোয়ালন্দ ভারপ্রাপ্ত উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান অাসাদুজ্জামান চৌধুরী, ঠিকাদার রনজিৎ কুম‌ার সরকারসহ বিদ্যাল‌য়ের শিক্ষক ও অ‌ভিভাবকরা।