Dhaka ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালুখালীতে রোজিনা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের নামে প্রতারণা

ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 232

রাজবাড়ীর কালুখালীতে যত্রতত্রভাবে একাধিক বিউটি পার্লার গজিয়েছে। একাধিক পার্লারে খোঁজ নিয়ে জানা গেছে, যারা কাজ করছেন তাদের নেই ট্রেনিং। ইচ্ছেমতো মুখের মেছতা, ফেসিয়াল, ভ্রু প্লাক, বিনা ব্যথায় নাক-কান ফোঁড়ানো, হাইড্রা ফেসিয়াল করাসহ চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বাজার গরম করে মানুষের সঙ্গে চলছে প্রতারণা।

সোমবার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে রতনদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে, স্কুলসংলগ্ন পশ্চিম পাশে “রোজিনা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার”-এ গিয়ে কথা হয় রোজিনা খাতুনের সঙ্গে।

তার পার্লার ও ট্রেনিং সেন্টারে কতজন প্রশিক্ষণার্থী রয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, “আমার এখানে শেখানো হয় না, ট্রেনিং সেন্টার এমনিতেই লিখেছি।”

আপনি কোথায় থেকে প্রশিক্ষণ নিয়েছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ঢাকার উত্তরা থেকে। তিনি একটি সার্টিফিকেট দেখান, তবে সেখানে কয় দিনের প্রশিক্ষণ তা উল্লেখ নেই।

ওই পার্লারে ব্যবহারকৃত প্রসাধনী কোন ব্র্যান্ডের বা কী নাম—তা তিনি বলতে পারেননি। তবে তিনি নিয়মিত পার্লারের কাজ করে যাচ্ছেন বলেও জানান।

উপজেলা মহিলা বিষয়ক দপ্তর থেকে কোনো কোর্স করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “না, এসব করতে হয় নাকি আমার জানা নেই।”

সাংবাদিকরা পার্লার এলাকায় অবস্থানকালে একাধিক রাজনৈতিক ব্যক্তি ও পুলিশ পরিচয়ে ফোন ধরিয়ে দিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলিয়ে নিজের প্রভাব দেখানোর চেষ্টা করেন। তবে বিষয়গুলো শোনার পর তারা এ নিয়ে আর কথা বলেননি।

ভুক্তভোগী এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি রোজিনা বিউটি পার্লার থেকে ত্বকের তিল উত্তোলন করেছিলাম। এখন ওই স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। তিনি কোনো কাজ জানেন না, সেই সঙ্গে যে ওষুধ ব্যবহার করেন তার নামও জানেন না।”

এ বিষয়ে কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুঠোফোনে বলেন, “প্রপার ট্রেনিং ছাড়া কেউ এমন পার্লার চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে রোজিনা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের নামে প্রতারণা

প্রকাশের সময় : ১১:০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

রাজবাড়ীর কালুখালীতে যত্রতত্রভাবে একাধিক বিউটি পার্লার গজিয়েছে। একাধিক পার্লারে খোঁজ নিয়ে জানা গেছে, যারা কাজ করছেন তাদের নেই ট্রেনিং। ইচ্ছেমতো মুখের মেছতা, ফেসিয়াল, ভ্রু প্লাক, বিনা ব্যথায় নাক-কান ফোঁড়ানো, হাইড্রা ফেসিয়াল করাসহ চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বাজার গরম করে মানুষের সঙ্গে চলছে প্রতারণা।

সোমবার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে রতনদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে, স্কুলসংলগ্ন পশ্চিম পাশে “রোজিনা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার”-এ গিয়ে কথা হয় রোজিনা খাতুনের সঙ্গে।

তার পার্লার ও ট্রেনিং সেন্টারে কতজন প্রশিক্ষণার্থী রয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, “আমার এখানে শেখানো হয় না, ট্রেনিং সেন্টার এমনিতেই লিখেছি।”

আপনি কোথায় থেকে প্রশিক্ষণ নিয়েছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ঢাকার উত্তরা থেকে। তিনি একটি সার্টিফিকেট দেখান, তবে সেখানে কয় দিনের প্রশিক্ষণ তা উল্লেখ নেই।

ওই পার্লারে ব্যবহারকৃত প্রসাধনী কোন ব্র্যান্ডের বা কী নাম—তা তিনি বলতে পারেননি। তবে তিনি নিয়মিত পার্লারের কাজ করে যাচ্ছেন বলেও জানান।

উপজেলা মহিলা বিষয়ক দপ্তর থেকে কোনো কোর্স করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “না, এসব করতে হয় নাকি আমার জানা নেই।”

সাংবাদিকরা পার্লার এলাকায় অবস্থানকালে একাধিক রাজনৈতিক ব্যক্তি ও পুলিশ পরিচয়ে ফোন ধরিয়ে দিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলিয়ে নিজের প্রভাব দেখানোর চেষ্টা করেন। তবে বিষয়গুলো শোনার পর তারা এ নিয়ে আর কথা বলেননি।

ভুক্তভোগী এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি রোজিনা বিউটি পার্লার থেকে ত্বকের তিল উত্তোলন করেছিলাম। এখন ওই স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। তিনি কোনো কাজ জানেন না, সেই সঙ্গে যে ওষুধ ব্যবহার করেন তার নামও জানেন না।”

এ বিষয়ে কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুঠোফোনে বলেন, “প্রপার ট্রেনিং ছাড়া কেউ এমন পার্লার চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”