ফেব্রুয়ারির মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

- প্রকাশের সময় : ০৮:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 55
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণার দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চসহ বিভিন্ন ছাত্র সংগঠন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান রাকসু আন্দোলন মঞ্চের বর্তমান সদস্য সচিব মো. আমান উল্লাহ।
সংবাদ সম্মেলনে আমান উল্লাহ বলেন, “আমরা বর্তমান উপাচার্যের সঙ্গে রাকসু নির্বাচন নিয়ে একাধিকবার আলোচনা করেছি। তিনি জানিয়েছিলেন, ছয় মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়া হবে। সেই সময়ের হিসাবে ফেব্রুয়ারির মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “রাকসু কার্যকর থাকলে শিক্ষার্থীদের স্বার্থরক্ষা করা সম্ভব হবে। অতীতে বিভিন্ন হলে ছাত্রলীগের দখলদারিত্ব ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, আমরা সেখানে ফিরতে চাই না। রাকসু নির্বাচন হলে ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ও গবেষণার উন্নয়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখতে পারবে। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের পক্ষে ঢাল হিসেবে দাঁড়াবে।”
সংবাদ সম্মেলনে অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯০ সালের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কার্যত অচল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এর পুনরুজ্জীবনের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।