Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আপনাদের টাকায় বেতন হয়, ঘুমালে কি চলে?

শরিফুজ্জামান শরিফ
  • প্রকাশের সময় : ১২:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / 325

আপনি তখন গভীর ঘুমে। এদিকে রাত বাজে ৩.৩০। হঠাৎ ৯৯৯ থেকে কল আসলো থানা এলাকার একটা লোকেশনে অজ্ঞাতনামা লাশ পড়ে আছে। আমি দ্রুত ফোর্স নিয়ে সেখানে ছুটছি। সেখানে পৌঁছানো মাত্র দেখি মাত্র ৩ জন ব্যক্তি লাশকে কেন্দ্র করে দাড়িয়ে আছে। হাইওয়ে রোড। গাড়ী যাচ্ছে আর আসছে। লাশের অবস্থান ঠিক রাস্তার মাঝ বরাবর। মাথা দিয়ে প্রচুর রক্ত। ভয় পাইনি একটুও। এমনটি নতুন ফেস করছিনা। এর আগেও হয়েছে। তারপর থেকে কর্তৃপক্ষকে অবগত করে অজ্ঞাতনামা লাশ নিয়ে দৌড়ছি। ধীরে ধীরে সকাল হয়ে আসছে। কপালে চিন্তার ভাঁজ। এখানে আসার পর যেদিন ই ডিউটি করছি একটা না একটা লাশ পড়ছেই। জানেন হয়তো অজ্ঞাত লাশের মালিক পুলিশ। অবশেষে অনেক চেষ্টার পর লাশ সনাক্ত করেছি। ভ্যানে করে থানায় নিয়ে আসছি। সকালের মৃদু আলো ভাসছে। চোখে তৃষ্ণার্ত ঘুম। কিন্তু এখনো বহু কাজ বাকি। আপনাদের টাকায় বেতন হয়। ঘুমালে কি চলে!
জীবন যেখানে যেমন..

লেখক: উপ-পরিদর্শক, বাংলাদেশ পুলিশ।
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আপনাদের টাকায় বেতন হয়, ঘুমালে কি চলে?

প্রকাশের সময় : ১২:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

আপনি তখন গভীর ঘুমে। এদিকে রাত বাজে ৩.৩০। হঠাৎ ৯৯৯ থেকে কল আসলো থানা এলাকার একটা লোকেশনে অজ্ঞাতনামা লাশ পড়ে আছে। আমি দ্রুত ফোর্স নিয়ে সেখানে ছুটছি। সেখানে পৌঁছানো মাত্র দেখি মাত্র ৩ জন ব্যক্তি লাশকে কেন্দ্র করে দাড়িয়ে আছে। হাইওয়ে রোড। গাড়ী যাচ্ছে আর আসছে। লাশের অবস্থান ঠিক রাস্তার মাঝ বরাবর। মাথা দিয়ে প্রচুর রক্ত। ভয় পাইনি একটুও। এমনটি নতুন ফেস করছিনা। এর আগেও হয়েছে। তারপর থেকে কর্তৃপক্ষকে অবগত করে অজ্ঞাতনামা লাশ নিয়ে দৌড়ছি। ধীরে ধীরে সকাল হয়ে আসছে। কপালে চিন্তার ভাঁজ। এখানে আসার পর যেদিন ই ডিউটি করছি একটা না একটা লাশ পড়ছেই। জানেন হয়তো অজ্ঞাত লাশের মালিক পুলিশ। অবশেষে অনেক চেষ্টার পর লাশ সনাক্ত করেছি। ভ্যানে করে থানায় নিয়ে আসছি। সকালের মৃদু আলো ভাসছে। চোখে তৃষ্ণার্ত ঘুম। কিন্তু এখনো বহু কাজ বাকি। আপনাদের টাকায় বেতন হয়। ঘুমালে কি চলে!
জীবন যেখানে যেমন..

লেখক: উপ-পরিদর্শক, বাংলাদেশ পুলিশ।
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)