সদর উপজেলার কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময়
আতিয়ার রহমান
- প্রকাশের সময় : ০৮:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ১০৪১ জন সংবাদটি পড়েছেন
বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, উপজেলার সকল বিভাগের দপ্তর প্রধানগণ সরকারি কর্মচারী মানুষের স্বার্থে কাজ করা আপনাদের মূল উদ্দেশ্য। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। আমাদের মানসিকতা ও মনুষ্যত্ব পরিবর্তন করে আগামী প্রজন্মকে নেতৃত্বের দিকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আল। অন্যদের মাঝে বক্তৃতা করেন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) তানজিলা জান্নাত রেটিনা।
উপজেলার ৩০ টি দপ্তর প্রধানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :