৩ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
- প্রকাশের সময় : ০২:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ১০৪৩ জন সংবাদটি পড়েছেন
মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অভিযোগে বুধবার রাজবাড়ী বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স হক কৃষি ভান্ডারকে ১২ হাজার টাকা, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় মেসার্স সজিব স্টোরকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় মেসার্স মোসলেম স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিকসহ জেলা পুলিশের সদস্য ও শিক্ষার্থী প্রতিনিধি।