Dhaka ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দির সিনিয়র সাংবাদিক সনজিৎ দাসের উপর দুর্বৃত্তদের হামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ১০৪৫ জন সংবাদটি পড়েছেন

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সিনিয়র সাংবাদিক সনজিৎ দাসের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। সনজিৎ দাস দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি।

সনজিৎ দাস জানান, নিজের চিকিৎসার জন্য তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। ওই সময় হাসপাতাল চত্ত¡রে দুর্বৃত্তরা মোটরসাইকেল চুরি করার চেষ্টা করছিল। মোটরসাইকেলের সাইরেন বেজে ওঠায় হাসপাতাল থেকে কয়েকজন বেরিয়ে এসে দুর্বৃত্তদের ধাওয়া করে একজনকে ধরে পিটুনি দিচ্ছিল। ওই সময় পেছন থেকে কয়েকজন মারধরকারীদের উপর হামলা করে। তিনি মারামারি নিবৃত্ত করতে গেলে উশৃঙ্খল কিশোররা তার উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ দেননি। তবে, বিষয়টি তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার ওসিকে অবগত করেছেন।

সনজিৎ দাস বলেন, মানুষের কল্যাণের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তার পেশাগত জীবনে এমন অনাকাক্সিক্ষত ঘটনার মুখোমুখি কখনও হননি। এ ঘটনা তাকে অপমানিত, বিস্মিত ও লজ্জিত করেছে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজল কুমার সোম বলেন, তাদের একজন স্টাফের মোটরসাইকেল চুরির চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন চোরকে আটক করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন সনজিৎ দাসের গায়ে হাত তুলেছে। ভারপ্রাপ্ত ইউএনও, থানা থেকে পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসেছিলেন। এবিষয়ে তারা থানায় অভিযোগ দেবেন। হাসপাতালের অভ্যন্তরে চুরির ঘটনায় এর আগে থানায় জিডি করেছিলেন বলে জানান তিনি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান জানান, হসপিটালে বেশ কয়েকদিন ধরেই তার, নারকেলসহ বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। সোমবার বালিয়াকান্দি হাসপাতালে সাংবাদিক সনজিৎ দাসের সাথে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। যা খুবই দুঃখজনক। হাসপাতালের সিসি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করা হবে।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, হাসপাতালে মোটরসাইকেল চুরির চেষ্টার অপরাধে একজনকে আটক করা হয়েছে। তবে, সাংবাদিক সনজিৎ দাসের উপর হামলার ঘটনায় কেউ আটক হয়নি। হাসপাতালের সিসি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সাংবাদিক সনজিৎ দাসের উপর হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সভাপতি করিম ইসহাক, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল, জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দির সিনিয়র সাংবাদিক সনজিৎ দাসের উপর দুর্বৃত্তদের হামলা

প্রকাশের সময় : ০৬:০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সিনিয়র সাংবাদিক সনজিৎ দাসের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। সনজিৎ দাস দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি।

সনজিৎ দাস জানান, নিজের চিকিৎসার জন্য তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। ওই সময় হাসপাতাল চত্ত¡রে দুর্বৃত্তরা মোটরসাইকেল চুরি করার চেষ্টা করছিল। মোটরসাইকেলের সাইরেন বেজে ওঠায় হাসপাতাল থেকে কয়েকজন বেরিয়ে এসে দুর্বৃত্তদের ধাওয়া করে একজনকে ধরে পিটুনি দিচ্ছিল। ওই সময় পেছন থেকে কয়েকজন মারধরকারীদের উপর হামলা করে। তিনি মারামারি নিবৃত্ত করতে গেলে উশৃঙ্খল কিশোররা তার উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি থানায় কোনো অভিযোগ দেননি। তবে, বিষয়টি তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার ওসিকে অবগত করেছেন।

সনজিৎ দাস বলেন, মানুষের কল্যাণের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তার পেশাগত জীবনে এমন অনাকাক্সিক্ষত ঘটনার মুখোমুখি কখনও হননি। এ ঘটনা তাকে অপমানিত, বিস্মিত ও লজ্জিত করেছে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজল কুমার সোম বলেন, তাদের একজন স্টাফের মোটরসাইকেল চুরির চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন চোরকে আটক করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন সনজিৎ দাসের গায়ে হাত তুলেছে। ভারপ্রাপ্ত ইউএনও, থানা থেকে পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসেছিলেন। এবিষয়ে তারা থানায় অভিযোগ দেবেন। হাসপাতালের অভ্যন্তরে চুরির ঘটনায় এর আগে থানায় জিডি করেছিলেন বলে জানান তিনি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান জানান, হসপিটালে বেশ কয়েকদিন ধরেই তার, নারকেলসহ বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। সোমবার বালিয়াকান্দি হাসপাতালে সাংবাদিক সনজিৎ দাসের সাথে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। যা খুবই দুঃখজনক। হাসপাতালের সিসি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করা হবে।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, হাসপাতালে মোটরসাইকেল চুরির চেষ্টার অপরাধে একজনকে আটক করা হয়েছে। তবে, সাংবাদিক সনজিৎ দাসের উপর হামলার ঘটনায় কেউ আটক হয়নি। হাসপাতালের সিসি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সাংবাদিক সনজিৎ দাসের উপর হামলার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সভাপতি করিম ইসহাক, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল, জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।