কালুখালীতে জাতীয় সমবায় দিবসে আলোচনা
- প্রকাশের সময় : ০৬:৪২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ১০৫২ জন সংবাদটি পড়েছেন
সমবায়ে গড়ব দেশ, বৈশম্যহীন বাংলাদেশ, প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপনে আলোচনা সভা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তলন করা হয়।
পরে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
অন্যন্যের মধ্যে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন, উপজেলা সমবায় এর সহকারী পরিদর্শক মোহাম্মদ আলী ভূঁইয়া, বাংলাদেশ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ভ) এর কালুখালী উপজেলা শাখার সাধারণত সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ্, সহ- সভাপতি মোঃ জাহেদুল আলম। বক্তব্য রাখেন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ হামিদুল ইসলাম, লক্ষীপুর খাল পানি ব্যবস্থাপনা সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার আঃ ওহাব, কুমড়ী রাণী পানি ব্যবস্থাপনা সমিতি লিঃ এর সভাপতি আহম্মদ আলী, পদ্মারচর সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য মোছাঃ হাফসা খাতুন প্রমুখ।