Dhaka ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বিরুদ্ধে আরও এক মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৯৪ জন সংবাদটি পড়েছেন

 সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। মঙ্গলবার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের শিহড় গ্রামের বাসিন্দা নাজিমুদ্দির আহমেদ বাদী হয়ে পাংশা আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়োসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন, তিনি স্থানীয় একটি ঈদগাহের সাধারণ সম্পাদক। ২০২৩ সালের ৪ এপ্রিল তারিখে জিল্লুল হাকিমের নির্দেশে সাইফুল ইসলামসহ কয়েকজন তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। সাত দিনের মধ্যে চাঁদা না দিলে হত্যার হুমকি দেয় তাকে। চাঁদার টাকা না দেওয়ায় ২০২৩ সালের ২১ এপ্রিল তারিখে তাদের ঈদগাহের প্যান্ডেল ভেঙে ফেলে। প্রাণভয়ে তিনি ঢাকায় চলে যান। প্রতিকুল পরিস্থিতির কারণে এতদিন তিনি মামলা করতে সাহস পাননি।

বাদীপক্ষের আইনজীবী রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যডভোকেট আব্দুর রাজ্জাক জানান, আদাতের বিচারক মো. ইকবাল হোসেন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। একারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এর আগে গত ২৫ আগস্ট তারিখে বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তুহিনুর রহমান বালিয়াকান্দি আদালতে এবং ৩১ আগস্ট তারিখে বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় জিল্লুল হাকিমের বিরুদ্ধে মামলা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বিরুদ্ধে আরও এক মামলা

প্রকাশের সময় : ০৭:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

 সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। মঙ্গলবার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের শিহড় গ্রামের বাসিন্দা নাজিমুদ্দির আহমেদ বাদী হয়ে পাংশা আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়োসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন, তিনি স্থানীয় একটি ঈদগাহের সাধারণ সম্পাদক। ২০২৩ সালের ৪ এপ্রিল তারিখে জিল্লুল হাকিমের নির্দেশে সাইফুল ইসলামসহ কয়েকজন তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। সাত দিনের মধ্যে চাঁদা না দিলে হত্যার হুমকি দেয় তাকে। চাঁদার টাকা না দেওয়ায় ২০২৩ সালের ২১ এপ্রিল তারিখে তাদের ঈদগাহের প্যান্ডেল ভেঙে ফেলে। প্রাণভয়ে তিনি ঢাকায় চলে যান। প্রতিকুল পরিস্থিতির কারণে এতদিন তিনি মামলা করতে সাহস পাননি।

বাদীপক্ষের আইনজীবী রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যডভোকেট আব্দুর রাজ্জাক জানান, আদাতের বিচারক মো. ইকবাল হোসেন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। একারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এর আগে গত ২৫ আগস্ট তারিখে বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তুহিনুর রহমান বালিয়াকান্দি আদালতে এবং ৩১ আগস্ট তারিখে বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় জিল্লুল হাকিমের বিরুদ্ধে মামলা করেন।