টীম রাজবাড়ীর উদ্যোগ
আমগাছের চারা পেল একশ শিক্ষার্থী
- প্রকাশের সময় : ০৮:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪৯ জন সংবাদটি পড়েছেন
টীম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে একশ আম গাছের পেল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা। সংগঠনের সদস্যরা বুধবার দুপুরে গিয়ে শিক্ষার্থীদের হাতে আমগাছের চারা তুলে দেন। এসময় গাছ লাগানোর উপকারীতা বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
টীম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের,টীম রাজবাড়ী ফাউন্ডেশনের উপদেষ্টা সুজিৎ কুমার নন্দী, সাংবাদিক শেখ রাজীব প্রমুখ। সঞ্চালনা করেন টীম রাজবাড়ী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহসান হাবীব ও সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কমল কান্তি সরকার ও মুহাম্মদ সাইফুল্লাহ, রবিউল ইসলাম, আজাদ বিপ্লব, রবিউল আওয়াল রবি প্রমুখ।
গাছের চারা পেয়ে খুব খুশী শিক্ষার্থীরা।