অভিনব পন্থায় হেরোইন বহনকালে আটক ২

- প্রকাশের সময় : ০৮:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১০৩৯ জন সংবাদটি পড়েছেন
পরনের লুঙ্গিতে পুটলি বেঁধে হেরোইন বহনকালে রাজবাড়ী ডিবি পুলিশের হাতে আটক হয়েছে দুইজন। তারা হলো রাজবাড়ী শহরের বিনোদপুর নিউকলোনী এলাকার বাসিন্দা রিপন হোসেন ও মাগুড়ার মহম্মদপুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা রুবেল ইসলাম। সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। দৌলতদিয়া থেকে রাজবাড়ীগামী একটি মাহেন্দ্র (ত্রিচক্রযান) পরিবহনে তল্লাশী চালিয়ে দুজনকে আটক করা হয়। প্রথমে তাদের দেহ তল্লাশী চালিয়ে কিছু পাওয়া যায়নি। পরে লুঙ্গিতে পুটলি জাতীয় একটা কিছু দেখে সন্দেহ হয়। লুঙ্গির পুটলি খুলতেই বেরিয়ে পড়ে স্কচটেপ দিয়ে মোড়ানো কাগজের মধ্যে পুরিয়া করা হেরোইন। আটক দুজনের কাছ থেকে মোট ৮৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।