দুর্বৃত্তের কবলে কৃষক

- প্রকাশের সময় : ০৯:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৫২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশায় মাজেদ প্রামানিক নামে এক কৃষক দুর্বৃত্তের কবলে পড়েছেন। এ বিষয়ে শুক্রবার রাতে তিনি পাংশা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়ার বাসিন্দা।
কৃষক মাজেদ প্রামানিক জানান, গত বুধবার রাাতে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তিনজন মুখোশধারী দুর্বৃত্ত তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তার চোখ গামছা দিয়ে বেঁধে ফেলে। তার মুখে স্কচ টেপ দিয়ে আটকানোর সময় একজনের আঙুল তার মুখের ভেতরে চলে যায়। এসময় তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তার কাছে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে চলে যায়।
তিনি আরও জানান, তার সাথে কারও কোনো শত্রæতা নেই। দুর্বৃত্তরা কেন কী উদ্দেশ্যে তার উপর হামলা করেছিল তা তিনি জানেন না। বিষয়টি রাতেই পাংশা থানায় মৌখিকভাবে জানিয়েছেন। বর্তমানে তিনি ভয়ে আছেন। একারণে থানায় লিখিত অভিযোগ করেছেন।
বাবুপাড়া ইউনিয়নে দায়িত্বে থাকা বিট পুলিশিং কর্মকর্তা পাংশা থানার এসআই কামাল হোসেন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।