দোকানে জুয়ার আসর \ গ্রেপ্তার ৮
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১১১৪ জন সংবাদটি পড়েছেন
দোকানের ভেতর জুয়া খেলার সময় রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকা থেকে সোমবার রাতে আটজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. আলহাজ মন্ডল, আব্দুল মালেক মন্ডল, মো. সুজন মন্ডল, মো. শাহাবু্দ্িদন মন্ডল ওরফে শিপন, মো. মিরাজ শেখ, মো. ফরিদুল ইসলাম, মো. জিলাল মন্ডল ও মো. আশরাফ আলী। এদের সবার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় জনৈক কবির মন্ডলের দোকান ভাড়া করে নিয়মিত জুয়ার আসর বসাতো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এব্যাপারে জুয়া আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :