Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদল-যুবদলের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ১১০৪ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি কার্যালয়ের পাশ থেকে সাতটি ককটেল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিসহ ছাত্র ও যুবদলের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। রোববার রাতে রাজবাড়ী সদর থানার এসআই মো. সেলিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলো জেলা যুবদলের আহŸায়ক সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন স¤্রাট, জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফ, ছাত্রদল নেতা মনোয়ার হোসেন মিন্টু, গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, মো. রকি, মো. মাসুদ, হাসান মিজি, শাহিনুর রহমান শাহিন ও মো. রিফাত।

রাজবাড়ী সদর থানার ওসি সাহাদত হোসেন জানান, সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দান, মারপিট এবং বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পুলিশ দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে।

জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান মামলা প্রসঙ্গে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কর্মী নিহতের প্রতিবাদে তারা জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। তারা পার্টি অফিস চত্ত¡রেই শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করেছেন। পরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের অপেক্ষায় বসেছিলেন। ওই সময় পুলিশ কোনো কারণ ছাড়াই তাদের উপর লাঠিচার্জ ও দুজনকে আটক করে। এতে ছাত্রদলের কয়েক কর্মী আহত হয়। আর ককটেল উদ্ধারের ঘটনা পুলিশের সাজানো নাটক। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ এ ঘটনা ঘটিয়েছে।

প্রসঙ্গত, রোববার বিকেলে জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের পাশে মেহগনি বাগান থেকে সাতটি ককটেল উদ্ধার করে পুলিশ। এসময় আক্তার ও শিপন নামে ছাত্রদলের দুই কর্মীকে আটক করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদল-যুবদলের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৭:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি কার্যালয়ের পাশ থেকে সাতটি ককটেল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিসহ ছাত্র ও যুবদলের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। রোববার রাতে রাজবাড়ী সদর থানার এসআই মো. সেলিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলো জেলা যুবদলের আহŸায়ক সাবেক ভিপি খায়রুল আনাম বকুল, রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন স¤্রাট, জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফ, ছাত্রদল নেতা মনোয়ার হোসেন মিন্টু, গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, মো. রকি, মো. মাসুদ, হাসান মিজি, শাহিনুর রহমান শাহিন ও মো. রিফাত।

রাজবাড়ী সদর থানার ওসি সাহাদত হোসেন জানান, সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দান, মারপিট এবং বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পুলিশ দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে।

জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান মামলা প্রসঙ্গে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কর্মী নিহতের প্রতিবাদে তারা জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। তারা পার্টি অফিস চত্ত¡রেই শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করেছেন। পরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের অপেক্ষায় বসেছিলেন। ওই সময় পুলিশ কোনো কারণ ছাড়াই তাদের উপর লাঠিচার্জ ও দুজনকে আটক করে। এতে ছাত্রদলের কয়েক কর্মী আহত হয়। আর ককটেল উদ্ধারের ঘটনা পুলিশের সাজানো নাটক। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ এ ঘটনা ঘটিয়েছে।

প্রসঙ্গত, রোববার বিকেলে জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের পাশে মেহগনি বাগান থেকে সাতটি ককটেল উদ্ধার করে পুলিশ। এসময় আক্তার ও শিপন নামে ছাত্রদলের দুই কর্মীকে আটক করা হয়।