Dhaka ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে দুর্ঘটনা থেকে রক্ষা পেল কোমলমতি ১১ শিশু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • / ১২১১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ ঢাকা-খুলনা মহাসড়কে বাস চাপায় গোয়ালন্দ সানসাইন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী পরিবহনের ভ্যান দুমড়ে-মুচলে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ভ্যানে থাকা ১১ জন কোমনমতি শিশু।

সোমবার বেলা ২টা দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কে স্কুল ভ্যানটিকে পিছন থেকে চাপা দেয় প্রমতি পরিবহন নামে দৌলতদিয়া-কুষ্টিয়া একটি লোকাল বাস। এসময় স্কুল ভ্যানে থাকা ১১ শিক্ষার্থী সামান্য আহত হলেও বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

স্থানীয়রা জানান, গোয়ালন্দ সানসাইন স্কুল ভ্যানটি গোয়ালন্দ থেকে দৌলতদিয়ার দিকে যাচ্ছিলো। এসময় পিছন থেকে দ্রুত গতির প্রমতি পরিবহন নামের একটি লোকাল বাস (নং ঢাকা মেট্রো ব-০২-০৩২৯) এসে স্কুল ভ্যানটিকে চাপ দিলে স্কুল ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ভ্যানে থাকা ১১শিক্ষার্থীকে তেমন কোন ক্ষয় ক্ষতি হয়নি তবে তারা চরম ভয় পেয়েছে।

সাইসাইন কলেজিয়েট স্কুলের ভ্যানে থাকা ছাত্র মো. নাফিজুর রহমান জানায়, বাসটি আমাদের স্কুল ভ্যানটি ওভারটেক করতে গেলে বাসের সামেন একটি মাইক্রোবাস পড়ে। সে সময় বাসটি আমাদের স্কুল ভ্যানটি চাপ দেয়। এতে স্কুল ভ্যানটি দুমড়ে মুচকেড় যায়।

সাইসাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নুরতাজ আলম রবিন বলেন, অল্পের জন্য আমার ১১ জন ছাত্র ছাত্রী দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁছে গেছে। ঢাকা-খুলনা মহাসড়কটিতে গাড়ি বেপরয়া ভাবে চলাচল করার কারনে মাঝে মাঝে ঘটে দুর্ঘটনা। আমরা চিন্তা করছি তিন চাকার স্কুল ভ্যান গুলো বাদ দিয়ে নতুন করে চার চাকার লেগুনা গাড়ি দিয়ে স্কুল ভ্যান তৈরী করবো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে দুর্ঘটনা থেকে রক্ষা পেল কোমলমতি ১১ শিশু

প্রকাশের সময় : ০৮:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

জনতার আদালত অনলাইন ॥ ঢাকা-খুলনা মহাসড়কে বাস চাপায় গোয়ালন্দ সানসাইন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী পরিবহনের ভ্যান দুমড়ে-মুচলে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ভ্যানে থাকা ১১ জন কোমনমতি শিশু।

সোমবার বেলা ২টা দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কে স্কুল ভ্যানটিকে পিছন থেকে চাপা দেয় প্রমতি পরিবহন নামে দৌলতদিয়া-কুষ্টিয়া একটি লোকাল বাস। এসময় স্কুল ভ্যানে থাকা ১১ শিক্ষার্থী সামান্য আহত হলেও বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

স্থানীয়রা জানান, গোয়ালন্দ সানসাইন স্কুল ভ্যানটি গোয়ালন্দ থেকে দৌলতদিয়ার দিকে যাচ্ছিলো। এসময় পিছন থেকে দ্রুত গতির প্রমতি পরিবহন নামের একটি লোকাল বাস (নং ঢাকা মেট্রো ব-০২-০৩২৯) এসে স্কুল ভ্যানটিকে চাপ দিলে স্কুল ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ভ্যানে থাকা ১১শিক্ষার্থীকে তেমন কোন ক্ষয় ক্ষতি হয়নি তবে তারা চরম ভয় পেয়েছে।

সাইসাইন কলেজিয়েট স্কুলের ভ্যানে থাকা ছাত্র মো. নাফিজুর রহমান জানায়, বাসটি আমাদের স্কুল ভ্যানটি ওভারটেক করতে গেলে বাসের সামেন একটি মাইক্রোবাস পড়ে। সে সময় বাসটি আমাদের স্কুল ভ্যানটি চাপ দেয়। এতে স্কুল ভ্যানটি দুমড়ে মুচকেড় যায়।

সাইসাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নুরতাজ আলম রবিন বলেন, অল্পের জন্য আমার ১১ জন ছাত্র ছাত্রী দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁছে গেছে। ঢাকা-খুলনা মহাসড়কটিতে গাড়ি বেপরয়া ভাবে চলাচল করার কারনে মাঝে মাঝে ঘটে দুর্ঘটনা। আমরা চিন্তা করছি তিন চাকার স্কুল ভ্যান গুলো বাদ দিয়ে নতুন করে চার চাকার লেগুনা গাড়ি দিয়ে স্কুল ভ্যান তৈরী করবো।