Dhaka ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাস মাদকমুক্ত ও সমৃদ্ধশালী আলীপুর ইউনিয়ন গড়ে তোলা হবে: নৌকার চেয়ারম্যান প্রার্থী বজলুর রশিদ মিঞা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • / ১৬৪১ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন আলীপুর ইউনিয়নকে সন্ত্রাস মাদকমুক্ত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশিদ মিঞা মিলন। নিজের নির্বাচনী ইশতেহারে তিনি এ স্বপ্নের কথা উল্লেখ করেছেন। যেখানে দলমত নিরপেক্ষ একটি ইউনিয়নও গড়ে তোলার কথা বলেছেন। ইতিমধ্যে তিনি জনহিতকর কাজ ও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নিজেকে সমাজসেবক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।

বর্তমানে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মিঞা আলীপুর ইউনিয়নের কোমরপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ লাল মিঞা ছিলেন আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর  আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেন। আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের  গবেষণা বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সামাজিক কর্মকান্ড ও জনহিতকর কাজে ও রেখেছেন অনন্য ভূমিকা। বাল্যবিয়ে প্রতিরোধেও এগিয়ে গেছেন। কন্যাদায় গ্রস্ত পিতাকে করেছেন আর্থিক সাহায্য।  ইউনিয়নের প্রতিটি স্কুলে মোট পাঁচ  হাজার খাতা ও ২৫ হাজার কলম বিতরণ করেছেন বিনামূল্যে। মসজিদ, মাদ্রাসায় দিয়েছেন পাঁচশ কোরআন শরীফ। ইমামদের দিয়েছেন ৫৫টি অক্সিমিটার। ইউনিয়নের যুবসমাজকে ক্রীড়ামুখী করতেও রেখেছেন অনন্য ভূমিকা। এ পর্যন্ত ৬৫টি ফুটবল, জার্সি ও ক্রিকেট খেলার সরঞ্জাম দিয়েছেন। করোনা প্রতিরোধে সমগ্র ইউনিয়নে ২৫ হাজার মাস্ক বিতরণ করেছেন। পরিবেশ রক্ষায় দুই হাজারেরও বেশি গাছের চারা রোপণ করেছেন। পবিত্র রমজান মাসে রোজাদার মানুষকে  দিয়েছেন ইফতার সামগ্রী। এজন্য বেছে নেন অসহায় পথচারী, মসজিদ ও মাদ্রাসা। সুপেয় পানি সরবরাহের জন্য গ্রামে ১৫টি নলকূপ স্থাপন করেছেন। গোরস্থানের জন্য দিয়েছেন পাঁচ শতাংশ জমি। এছাড়াও মানুষকে জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে বিনামূল্যে এক হাজার কপি কারাগারের রোজনামচা বইটি বিলি করেছেন।

বজলুর রশিদ মিঞার স্বপ্ন দুর্নীতি, অসাধুতা, প্রতারণা, শোষণ, নির্যাতন, উৎপীড়ন, অপশাসন মুক্ত ইউনিয়ন গড়ে তোলা।

তার নির্বাচনী ইশতেহারে আরও যেসব প্রতিশ্রুতি দিয়েছেন ;

দল-মত ও স্বজনপ্রীতি পরিহার করে সরকারি-বেসরকারি বরাদ্দ-রিলিফ শতভাগ প্রকৃত প্রত্যাশীদের/ গরীবদের মাঝে বিতরণ করা হবে। সকল বরাদ্দ প্রকল্প কর্মসূচি স্কীম উন্নয়নে শতভাগ বাস্তবায়ন করা হবে।

আলীপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার হার শতভাগ করার লক্ষ্যে গরীব, অসচ্ছল ছাত্র-ছাত্রীকে ইউনিয়নের পক্ষ হতে পড়ালেখার ব্যয়ভার বহন করা হবে।

নেশা, মাদক, সন্ত্রাস রাষ্ট্রের শত্রু। সন্ত্রাস মাদক-নেশামুক্ত আলীপুর ইউনিয়ন গড়তে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। এর পৃষ্ঠপোষকদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে।

বেকার-কর্মহীন একটি জাতীয় সমস্যা। বেকার সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনে সরকারি, বেসরকারি সহায়তায় “ইউনিয়ন কর্মসংস্থান ফান্ড” গঠন করা হবে। উক্ত ফান্ড থেকে কর্মসৃজন কাজে বা ব্যবসায় অর্থায়ন করা হবে।

পারিবারিক, সামাজিক পর্যায়ে ঝগড়া-ফ্যাসাদ, মনোমালিন্য না হওয়ার বিষয়ে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা হবে। তার পরও শালিস বিচার করতে হলে একটি পয়সাও খরচ করতে হবে না এবং ন্যায্য বিচারই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য, ধ্যান ও জ্ঞান।

সকল কাঁচা রাস্তা পাকা করে দেয়া হবে।  ঘরে ঘরে টিউবওয়েল ও স্বাস্থ্য সম্মত স্যানিটারী ব্যবস্থা নিশ্চিত করা হবে। ইউনিয়নের সকল ধরনের রাস্তায় লাইটের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলীপুর ইউনিয়নের স্বাস্থ্য, চিকিৎসা সেবা সহজ ও অধিকতর উন্নতির জন্য সরকারি-বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে ইউনিয়নে উন্নতমানের হাসপাতাল ও ক্লিনিক স্থাপনের প্রচেষ্টা গ্রহণ করা হবে।

আলীপুর ইউনিয়নের কৃষি উৎপাদন বৃদ্ধি, ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা উন্নয়ন এবং ক্ষুদ্র-মাঝারী ও বড় শিল্প কারখানা স্থাপনে পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রতিটি ওয়ার্ড, গ্রাম, মহল্লা হতে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হবে এবং কমিটির মতামতের আলোকে ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সন্ত্রাস মাদকমুক্ত ও সমৃদ্ধশালী আলীপুর ইউনিয়ন গড়ে তোলা হবে: নৌকার চেয়ারম্যান প্রার্থী বজলুর রশিদ মিঞা

প্রকাশের সময় : ০৯:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন আলীপুর ইউনিয়নকে সন্ত্রাস মাদকমুক্ত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশিদ মিঞা মিলন। নিজের নির্বাচনী ইশতেহারে তিনি এ স্বপ্নের কথা উল্লেখ করেছেন। যেখানে দলমত নিরপেক্ষ একটি ইউনিয়নও গড়ে তোলার কথা বলেছেন। ইতিমধ্যে তিনি জনহিতকর কাজ ও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নিজেকে সমাজসেবক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।

বর্তমানে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মিঞা আলীপুর ইউনিয়নের কোমরপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ লাল মিঞা ছিলেন আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর  আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেন। আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের  গবেষণা বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সামাজিক কর্মকান্ড ও জনহিতকর কাজে ও রেখেছেন অনন্য ভূমিকা। বাল্যবিয়ে প্রতিরোধেও এগিয়ে গেছেন। কন্যাদায় গ্রস্ত পিতাকে করেছেন আর্থিক সাহায্য।  ইউনিয়নের প্রতিটি স্কুলে মোট পাঁচ  হাজার খাতা ও ২৫ হাজার কলম বিতরণ করেছেন বিনামূল্যে। মসজিদ, মাদ্রাসায় দিয়েছেন পাঁচশ কোরআন শরীফ। ইমামদের দিয়েছেন ৫৫টি অক্সিমিটার। ইউনিয়নের যুবসমাজকে ক্রীড়ামুখী করতেও রেখেছেন অনন্য ভূমিকা। এ পর্যন্ত ৬৫টি ফুটবল, জার্সি ও ক্রিকেট খেলার সরঞ্জাম দিয়েছেন। করোনা প্রতিরোধে সমগ্র ইউনিয়নে ২৫ হাজার মাস্ক বিতরণ করেছেন। পরিবেশ রক্ষায় দুই হাজারেরও বেশি গাছের চারা রোপণ করেছেন। পবিত্র রমজান মাসে রোজাদার মানুষকে  দিয়েছেন ইফতার সামগ্রী। এজন্য বেছে নেন অসহায় পথচারী, মসজিদ ও মাদ্রাসা। সুপেয় পানি সরবরাহের জন্য গ্রামে ১৫টি নলকূপ স্থাপন করেছেন। গোরস্থানের জন্য দিয়েছেন পাঁচ শতাংশ জমি। এছাড়াও মানুষকে জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে বিনামূল্যে এক হাজার কপি কারাগারের রোজনামচা বইটি বিলি করেছেন।

বজলুর রশিদ মিঞার স্বপ্ন দুর্নীতি, অসাধুতা, প্রতারণা, শোষণ, নির্যাতন, উৎপীড়ন, অপশাসন মুক্ত ইউনিয়ন গড়ে তোলা।

তার নির্বাচনী ইশতেহারে আরও যেসব প্রতিশ্রুতি দিয়েছেন ;

দল-মত ও স্বজনপ্রীতি পরিহার করে সরকারি-বেসরকারি বরাদ্দ-রিলিফ শতভাগ প্রকৃত প্রত্যাশীদের/ গরীবদের মাঝে বিতরণ করা হবে। সকল বরাদ্দ প্রকল্প কর্মসূচি স্কীম উন্নয়নে শতভাগ বাস্তবায়ন করা হবে।

আলীপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার হার শতভাগ করার লক্ষ্যে গরীব, অসচ্ছল ছাত্র-ছাত্রীকে ইউনিয়নের পক্ষ হতে পড়ালেখার ব্যয়ভার বহন করা হবে।

নেশা, মাদক, সন্ত্রাস রাষ্ট্রের শত্রু। সন্ত্রাস মাদক-নেশামুক্ত আলীপুর ইউনিয়ন গড়তে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। এর পৃষ্ঠপোষকদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে।

বেকার-কর্মহীন একটি জাতীয় সমস্যা। বেকার সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনে সরকারি, বেসরকারি সহায়তায় “ইউনিয়ন কর্মসংস্থান ফান্ড” গঠন করা হবে। উক্ত ফান্ড থেকে কর্মসৃজন কাজে বা ব্যবসায় অর্থায়ন করা হবে।

পারিবারিক, সামাজিক পর্যায়ে ঝগড়া-ফ্যাসাদ, মনোমালিন্য না হওয়ার বিষয়ে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা হবে। তার পরও শালিস বিচার করতে হলে একটি পয়সাও খরচ করতে হবে না এবং ন্যায্য বিচারই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য, ধ্যান ও জ্ঞান।

সকল কাঁচা রাস্তা পাকা করে দেয়া হবে।  ঘরে ঘরে টিউবওয়েল ও স্বাস্থ্য সম্মত স্যানিটারী ব্যবস্থা নিশ্চিত করা হবে। ইউনিয়নের সকল ধরনের রাস্তায় লাইটের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলীপুর ইউনিয়নের স্বাস্থ্য, চিকিৎসা সেবা সহজ ও অধিকতর উন্নতির জন্য সরকারি-বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে ইউনিয়নে উন্নতমানের হাসপাতাল ও ক্লিনিক স্থাপনের প্রচেষ্টা গ্রহণ করা হবে।

আলীপুর ইউনিয়নের কৃষি উৎপাদন বৃদ্ধি, ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা উন্নয়ন এবং ক্ষুদ্র-মাঝারী ও বড় শিল্প কারখানা স্থাপনে পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রতিটি ওয়ার্ড, গ্রাম, মহল্লা হতে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হবে এবং কমিটির মতামতের আলোকে ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে।