Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে শান্তিপূর্ণ নির্বাচন ॥ আ’লীগ ৪, বিদ্রোহী ৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • / ১২৬৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ ইউপিতে আওয়ামীলীগ ও ৩টি বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। দুটি ইউনিয়নে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই প্রার্থীর মধ্যে। বালিয়াকান্দি সদরে  মাত্র ১১ ভোটের ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  আলমগীর বিশ^াস। বহরপুর ইউনিয়নে ১৮৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম।

বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ,লীগ সমর্থিত মোঃ আলমগীর বিশ্বাস ( আনারস) ভোট৪৯৯৯ পেয়ে বিজয় হয়েছেন। নিকটতম আ.লীগের মনোনীত মোঃ নায়েব আলী শেখ ( নৌকা) ৪৯৮৮ ভোট, সতন্ত্র কামরুজ্জামান ( মোটরসাইকেল) ১১৯ভোট, বিএনপি সমর্থিত খন্দকার মশিউল আযম ( ঘোড়া) ৩৭১০ভোট, বিএনপি সমর্থিত জাফর আলী মিয়া (চশমা) ৩৪৪০ভোট।

বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত মোঃ রেজাউল করিম ( নৌকা) ১০৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র খলিলুর রহমান খান (মোটর সাইকেল) ১০২৪০ভোট ।

ইসলামপুর ইউনিয়নে আ,লীগ সমর্থিত সতন্ত্র আহম্মদ আলী (আনারস) ১১৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম  জাতীয় পার্টির মোঃ টুটুল মোল্যা ( লাঙ্গল) ৩৬৬ ভোট, আ.লীগ মনোনীত মোঃ আঃ হান্নান মোল্যা ( নৌকা) ৬৯৬৪ভোট।

নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ,লীগ সমর্থিত সতন্ত্র বাদশা আলমগীর (আনারস) ৭২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম সতন্ত্র মোঃ হাবিবুর রহমান (চশমা) ১০২৭ভোট, সালেহ মোঃ ওয়াজেদ আলী ( অটোভ্যান) ১২৬১ভোট, আবুল হোসেন ( ঘোড়া) ৪৫৬৫ভোট,  বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম (মোটর সাইকেল) ৪৯৮৫ভোট, আ.লীগের মনোনীত মতিয়ার রহমান ( নৌকা) ৩৬৪৫ভোট।

নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত জহুরুল ইসলাম ( নৌকা) ৬৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ ( আনারস) ২৮৮১ ভোট, বিএনপি সমর্থিত মোঃ আব্দুল ওহাব মন্ডল (মোটরসাইকেল) ৪৮১৮ভোট, আ,লীগ সমর্থিত একেএম আতাউর রহমান ( চশমা)৩৪ ভোট, একেএম কবিরুজ্জামান ( ঘোড়া) ১৭৬৯ভোট।

জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত কল্লোল কুমার বসু ( নৌকা) ৭৫৬৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র নৃপেন্দ্রনাথ বিশ্বাস ( আনারস) ৪৯৫৯ভোট, বিএনপি সমর্থিত ইউসুফ বিশ্বাস (মোটরসাইকেল) ১৭৪ভোট।

জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ,লীগ মনোনীত একেএম ফরিদ হোসেন ( নৌকা) ১১০৩৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র ইউনুছ আলী সরদার (মোটরসাইকেল) ৭৩৭১ভোট, বিএনপি সমর্থিত আয়নাল হক দেওয়ান (আনারস) ৭৭৭ভোট, আবুল কালাম মন্ডল (চশমা) ৩৬ ভোট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে শান্তিপূর্ণ নির্বাচন ॥ আ’লীগ ৪, বিদ্রোহী ৩

প্রকাশের সময় : ০৬:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ ইউপিতে আওয়ামীলীগ ও ৩টি বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। দুটি ইউনিয়নে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই প্রার্থীর মধ্যে। বালিয়াকান্দি সদরে  মাত্র ১১ ভোটের ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  আলমগীর বিশ^াস। বহরপুর ইউনিয়নে ১৮৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম।

বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ,লীগ সমর্থিত মোঃ আলমগীর বিশ্বাস ( আনারস) ভোট৪৯৯৯ পেয়ে বিজয় হয়েছেন। নিকটতম আ.লীগের মনোনীত মোঃ নায়েব আলী শেখ ( নৌকা) ৪৯৮৮ ভোট, সতন্ত্র কামরুজ্জামান ( মোটরসাইকেল) ১১৯ভোট, বিএনপি সমর্থিত খন্দকার মশিউল আযম ( ঘোড়া) ৩৭১০ভোট, বিএনপি সমর্থিত জাফর আলী মিয়া (চশমা) ৩৪৪০ভোট।

বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত মোঃ রেজাউল করিম ( নৌকা) ১০৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র খলিলুর রহমান খান (মোটর সাইকেল) ১০২৪০ভোট ।

ইসলামপুর ইউনিয়নে আ,লীগ সমর্থিত সতন্ত্র আহম্মদ আলী (আনারস) ১১৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম  জাতীয় পার্টির মোঃ টুটুল মোল্যা ( লাঙ্গল) ৩৬৬ ভোট, আ.লীগ মনোনীত মোঃ আঃ হান্নান মোল্যা ( নৌকা) ৬৯৬৪ভোট।

নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ,লীগ সমর্থিত সতন্ত্র বাদশা আলমগীর (আনারস) ৭২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম সতন্ত্র মোঃ হাবিবুর রহমান (চশমা) ১০২৭ভোট, সালেহ মোঃ ওয়াজেদ আলী ( অটোভ্যান) ১২৬১ভোট, আবুল হোসেন ( ঘোড়া) ৪৫৬৫ভোট,  বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম (মোটর সাইকেল) ৪৯৮৫ভোট, আ.লীগের মনোনীত মতিয়ার রহমান ( নৌকা) ৩৬৪৫ভোট।

নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত জহুরুল ইসলাম ( নৌকা) ৬৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ ( আনারস) ২৮৮১ ভোট, বিএনপি সমর্থিত মোঃ আব্দুল ওহাব মন্ডল (মোটরসাইকেল) ৪৮১৮ভোট, আ,লীগ সমর্থিত একেএম আতাউর রহমান ( চশমা)৩৪ ভোট, একেএম কবিরুজ্জামান ( ঘোড়া) ১৭৬৯ভোট।

জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত কল্লোল কুমার বসু ( নৌকা) ৭৫৬৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র নৃপেন্দ্রনাথ বিশ্বাস ( আনারস) ৪৯৫৯ভোট, বিএনপি সমর্থিত ইউসুফ বিশ্বাস (মোটরসাইকেল) ১৭৪ভোট।

জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ,লীগ মনোনীত একেএম ফরিদ হোসেন ( নৌকা) ১১০৩৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম আ,লীগ সমর্থিত সতন্ত্র ইউনুছ আলী সরদার (মোটরসাইকেল) ৭৩৭১ভোট, বিএনপি সমর্থিত আয়নাল হক দেওয়ান (আনারস) ৭৭৭ভোট, আবুল কালাম মন্ডল (চশমা) ৩৬ ভোট।