Dhaka ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাংসদ কাজী কেরামত আলীর সংবাদ সম্মেলন, জেলা আ’লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা, বিভেদ দূর করার আহ্বান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
  • / ১৪৩৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সংবাদ সম্মেলনের মাধ্য জেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। এসময় তিনি দলের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিভেদ, অনৈক্য দূর করারও আহ্বান জানান। আগামী  ১৬ অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে রয়েছেন।

সংবাদ সম্মেলনে সাংসদ কাজী কেরামত আলী বলেন, টানা চার মেয়াদে তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এসময়কালে দলে কোনো বিভেদ সৃষ্টি হয়নি। সবার সাথে মিলেমিশে কাজ করেছেন। তৃণমূলের নেতাকর্মীদের যথাসাধ্য মূল্যায়নের চেষ্টা করেছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই দলে বিভেদ সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আমার বাড়িতে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা আসতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। এভাবে করলে সংগঠন শক্তিশালী হবেনা। ছাত্রলীগের কিছু উশৃঙ্খল কর্মীর কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এসব নেতিবাচক কর্মকান্ড থেকে বেরিয়ে আসতে হবে। আমার প্রাণের আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গত ২১ সেপ্টেম্বর বর্ধিত সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ১৬ অক্টোবরের জেলা আওয়ামী লীগের সম্মেলনে নেত্রী যাদেরই সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করুন তাদের মেনে নিতে হবে। সম্মেলনে আমি নিজেকে সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করলাম। নেত্রী যোগ্য মনে করলে দেবেন।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কোষাধ্যক্ষ আজগর আলী প্রমুখ।

জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংসদ কাজী কেরামত আলীর সংবাদ সম্মেলন, জেলা আ’লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা, বিভেদ দূর করার আহ্বান

প্রকাশের সময় : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সংবাদ সম্মেলনের মাধ্য জেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। এসময় তিনি দলের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিভেদ, অনৈক্য দূর করারও আহ্বান জানান। আগামী  ১৬ অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে রয়েছেন।

সংবাদ সম্মেলনে সাংসদ কাজী কেরামত আলী বলেন, টানা চার মেয়াদে তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এসময়কালে দলে কোনো বিভেদ সৃষ্টি হয়নি। সবার সাথে মিলেমিশে কাজ করেছেন। তৃণমূলের নেতাকর্মীদের যথাসাধ্য মূল্যায়নের চেষ্টা করেছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই দলে বিভেদ সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আমার বাড়িতে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা আসতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। এভাবে করলে সংগঠন শক্তিশালী হবেনা। ছাত্রলীগের কিছু উশৃঙ্খল কর্মীর কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এসব নেতিবাচক কর্মকান্ড থেকে বেরিয়ে আসতে হবে। আমার প্রাণের আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গত ২১ সেপ্টেম্বর বর্ধিত সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ১৬ অক্টোবরের জেলা আওয়ামী লীগের সম্মেলনে নেত্রী যাদেরই সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করুন তাদের মেনে নিতে হবে। সম্মেলনে আমি নিজেকে সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করলাম। নেত্রী যোগ্য মনে করলে দেবেন।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কোষাধ্যক্ষ আজগর আলী প্রমুখ।

জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন