ট্রেন থেকে নেমেই হেরোইনসহ র্যাবের হাতে ধরা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১২৭৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ট্রেন থেকে নামার পর হেরোইনসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে তহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী। সোমবার দুপুরে রাজবাড়ী রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার তেরখাদিয়া গ্রামের বজলার রহমানের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ২১৫ গ্রাম হেরোইনসহ তহিদুলকে গ্রেপ্তার করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে রাজবাড়ী জিআরপি থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।
Tag :