Dhaka ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী জাহানারা বেগম আর নেই

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • / ১২৫৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী-১ আসনের সাবেক সাংসদ সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম আর নেই। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সর্বশেষ তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। জানা গেছে, সকালে তার বসুন্ধরাস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত এভারকেয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর প্রথমে সংরক্ষিত নারী সাংসদ নির্বাচিত হন। পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছিলেন।

রাজবাড়ীতে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন। এর মধ্যে জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ, দেশের একমাত্র এক্রোবেটিক  সেন্টার প্রতিষ্ঠা, আন্তর্জাতিক মানের সুইমিং পুল নির্মাণ, জেলা সরকারি গণগ্রন্থাগার নির্মাণ করেছেন। ১৯৯৬ সালের একতরফা নির্বাচনে তিনি রাজবাড়ী-১আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন।
তিনি জাতীয়তাবাদী যুব মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন।

জাহানারা বেগম রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। ১৭ বছর বয়সে ইডেন কলেজে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ১৯৫৯ সালে তিনি তৎকালীন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যাপিকা ছিলেন।

ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। এসময় দুই পুত্র ও এক কণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমেরিকায় অবস্থারত তার বড় ছেলে দেশে এলে শাহজাহানপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক প্রতিমন্ত্রী জাহানারা বেগম আর নেই

প্রকাশের সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী-১ আসনের সাবেক সাংসদ সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম আর নেই। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সর্বশেষ তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। জানা গেছে, সকালে তার বসুন্ধরাস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত এভারকেয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর প্রথমে সংরক্ষিত নারী সাংসদ নির্বাচিত হন। পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছিলেন।

রাজবাড়ীতে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন। এর মধ্যে জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ, দেশের একমাত্র এক্রোবেটিক  সেন্টার প্রতিষ্ঠা, আন্তর্জাতিক মানের সুইমিং পুল নির্মাণ, জেলা সরকারি গণগ্রন্থাগার নির্মাণ করেছেন। ১৯৯৬ সালের একতরফা নির্বাচনে তিনি রাজবাড়ী-১আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন।
তিনি জাতীয়তাবাদী যুব মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন।

জাহানারা বেগম রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। ১৭ বছর বয়সে ইডেন কলেজে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ১৯৫৯ সালে তিনি তৎকালীন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যাপিকা ছিলেন।

ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। এসময় দুই পুত্র ও এক কণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমেরিকায় অবস্থারত তার বড় ছেলে দেশে এলে শাহজাহানপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।