রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাস এবার কেবল নেটওয়ার্কে
- প্রকাশের সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৬৪০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাস সংক্রমণের ফলে বাধাগ্রস্ত পাঠদান কার্যক্রমকে এগিয়ে নিতে অনলাইনের পাশাপাশি কেবল নেটওয়ার্কে চালুর উদ্যোগ নিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। এতে করে সকল শিক্ষার্থীই পাঠ গ্রহণের সুযোগ পাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
জানা গেছে, করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হয় মারাত্মকভাবে। গত ৯ মে তারিখে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস উদ্যোগি হয়ে অনলাাইন ক্লাস চালুু করেন। শিক্ষার্থীদের মাঝে এর সাড়াও পরে বেশ। ধীরে ধীরে শহরের অন্য স্কুলগুলোও অনলাইন ক্লাস চালু করে। এতে করে যাদের এন্ড্রয়েড ফোন এবং ইন্টারনেট আছে তারা এর সুফল ভোগ করতে পারতো। কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী উপকৃত হতো। পাঠদান কার্যক্রমকে ছড়িয়ে দিতে অনলাইনের পাশাপাশি রাজবাড়ী কেবল নেটওয়ার্কের মাধ্যমে ক্লাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
রাজবাড়ী সররকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস জানান, জানুয়ারি মাসে শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর মাত্র কয়েকদিন ক্লাস হয়েছে। এসএসসি পরীক্ষা, বার্ষিক ক্রীড়াসহ নানা কারণে বেশির ভাগ দিনই বন্ধ থেকেছে পাঠদান। করোনা ভাইরাস সংক্রমণের ফলে গত ১৭ মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ধরে পাঠদান কার্যক্রম বন্ধ থাকার ফলে ছাত্রদের পড়াশোনার খুব ক্ষতি হচ্ছিল। এসব বিষয় চিন্তা করে তিনি নিজে উদ্যোগি হয়ে অনলাইনের মাধ্যমে পাঠদান করার সিদ্ধান্ত নেন। গত ৯ মে থেকে শুরু করেন অনলাইনে পাঠদান। ফেসবুকে জধলনধৎর মড়াঃ. যরময ংপযড়ড়ষ ড়হষরহব পষধংংবং নামে একটি পেজ খুলে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন তিনটি করে ক্লাস নেয়া হয় অনলাইনে। এ পাঠদান কার্যক্রমকে ছড়িয়ে দিতে অনলাইনের পাশাপাশি রাজবাড়ী কেবল নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন পাঁচটি করে ক্লাস প্রচার করা হবে। এতে করে বিদ্যালয়ের প্রায় সকলল শিক্ষার্থীই ক্লাসটি দেখার সুযোগ পাবে। অন্য স্কুলের ছাত্র-ছাত্রীরাও এটি দেখতে পারবে। ২২ আগস্ট সন্ধ্যা সাতটা থেকে এটির প্রচার শুরু হয়েছে। এজন্য আগে থেকে রুটিন জানিয়ে দেয়া হবে।
রাজবাড়ী কেবল নেটওয়ার্কের অন্যতম পরিচালক উজ্জল বিশ্বাস জানান, করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালু রাখতে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক উদ্যোগ। এ উদ্যোগে সঙ্গী হতে পেরে গর্বিত তারা। বিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাসগুলো পেন ড্র্রাইভে তাদের দেবে। সেটি তারা প্রচার করবে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খন্দকার মুশফিকুর রহমান জানান, অনলাইন ক্লাস অনেক আগেই চালু হয়েছে। কিন্তু ইন্টারনেট অনেকেরই নেই। যেকারণে শিক্ষার্থীদের বড় একটি অংশ পাঠ গ্রহণের সুবিধা থেকে বঞ্চিত হতো। সবার কথা ভেবেই রাজবাড়ী কেবল নেটওয়ার্কের মাধ্যমে ক্লাস প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।