প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৫:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৯৫১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ প্রতিবন্ধীরা বিশ্বাসী নয় প্রতিবন্ধকতায়, আমরা ডুবে আছি অবসাদগ্রস্ত মানসিকতায়’ স্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে বুধবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে সকাল ১০টায় স্থানীয় রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন সংস্থার সভাপতি সন্টু দে শাওন, সাধারণ সম্পাদক খোকন হোসেন, মহিলা সম্পাদিকা ফিরোজা বেগম, খালেক মন্ডল, হাকিম মন্ডল, রফিক শেখ প্রমুখ।
বক্তারা বলেন, আমরা কারও করুণা চাইনা। আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই। প্রতিবন্ধীদের অনেকেই আছেন যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও ক্জা পাচ্ছে না। এটা অন্যায়, অমানবিকতা। বাস, ট্রেনে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন রাখা হোক। যাতে কোনো প্রতিবন্ধীকে কষ্ট করে দাঁড়িয়ে যেতে না হয়।
পরে প্রতিবন্ধকতা বিষয়ক কবিতা আবৃত্তি করেন রিয়া আক্তার।