Dhaka ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজনৈতিক মামলা প্রত্যাহারের দরখাস্ত করা যাবে আইন মন্ত্রণালয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের আলোকে নির্বাচন চায় এনসিপি নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের ফ্ল্যাট জব্দ ভবদিয়ায় বিকাশ এজেন্টের দোকানে দুর্ধর্ষ চুরি রাজবাড়ী থানার অভিযানে গ্রেফতার ২ বালিয়াকান্দিতে গৃহবধূর ব্যাংক হিসাব থেকে ৮ লাখ টাকা তুলে নেয় প্রতারকরা ৭ দিনের মধ্যে গুম-খুনে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ‘মায়ের ডাক’ ‘শক্তিশালী’ জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রানও করতে পারল না বাংলাদেশ ইসরায়েলকে ড. ইউনূসের ১০০০ কোটি টাকা দেওয়ার তথ্য ভুয়া : প্রেস উইং ফ্যাক্ট ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’ বদলির পর ওসির রহস্যময় পোস্ট

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ॥ পুলিশ সদস্যসহ আটক ২০

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • / 718

জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকার পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় মঙ্গলবার দুই পুলিশ সদস্য হাতেনাতে আটক হয়েছে। আটককৃতরা হলো পুলিশের এএসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল ওসমান গনি। এদের মধ্যে কনস্টেবল ওসমান গনি স্থানীয় জনতার কাছে এবং এএসআই শফিকুল মৎস্য সংরক্ষণকারী অভিযান দলের কাছে আটক হন। তারা দুজনেই রাজবাড়ী পুলিশ লাইনসে কর্মরত বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, মাঝে মধ্যেই পুলিশ পরিচয় দিয়ে জেলেদের ভয়ভীতি দেখিয়ে মাছ নিয়ে যেত। সোমবার রাত দুই টার দিকে এভাবে পুলিশ পরিচয় দিয়ে তাদের এলাকার সাবেক মেম্বারসহ কয়েকজনকে ধরে নিয়ে নদীতে মাছ ধরতে নিয়ে যায়। এলাকাবাসীর কাছে এ খবর ছড়িয়ে পড়লে তারা একজোট হয়ে ওই পুলিশকে আটক করে রাখে। মঙ্গলবার সকালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম জানান, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৮ জেলেকে আটক করা হয়। এসময় নদীতে জেলেদের সাথে মাছ ধরা অবস্থায় জাল ও মাছসহ পুলিশের এএসআই শফিকুলকেও আটক করা হয়। অপর পুলিশ সদস্যকে স্থানীয় জনগণ আটক করেছে।
তিনি আরও জানান, অভিযানে ১৮ জেলেকে আটকের পাশাপাশি ২৫ কেজি ইলিশ ও এক মণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ এতিমখানায় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আটক দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ॥ পুলিশ সদস্যসহ আটক ২০

প্রকাশের সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকার পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় মঙ্গলবার দুই পুলিশ সদস্য হাতেনাতে আটক হয়েছে। আটককৃতরা হলো পুলিশের এএসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল ওসমান গনি। এদের মধ্যে কনস্টেবল ওসমান গনি স্থানীয় জনতার কাছে এবং এএসআই শফিকুল মৎস্য সংরক্ষণকারী অভিযান দলের কাছে আটক হন। তারা দুজনেই রাজবাড়ী পুলিশ লাইনসে কর্মরত বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, মাঝে মধ্যেই পুলিশ পরিচয় দিয়ে জেলেদের ভয়ভীতি দেখিয়ে মাছ নিয়ে যেত। সোমবার রাত দুই টার দিকে এভাবে পুলিশ পরিচয় দিয়ে তাদের এলাকার সাবেক মেম্বারসহ কয়েকজনকে ধরে নিয়ে নদীতে মাছ ধরতে নিয়ে যায়। এলাকাবাসীর কাছে এ খবর ছড়িয়ে পড়লে তারা একজোট হয়ে ওই পুলিশকে আটক করে রাখে। মঙ্গলবার সকালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম জানান, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৮ জেলেকে আটক করা হয়। এসময় নদীতে জেলেদের সাথে মাছ ধরা অবস্থায় জাল ও মাছসহ পুলিশের এএসআই শফিকুলকেও আটক করা হয়। অপর পুলিশ সদস্যকে স্থানীয় জনগণ আটক করেছে।
তিনি আরও জানান, অভিযানে ১৮ জেলেকে আটকের পাশাপাশি ২৫ কেজি ইলিশ ও এক মণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ এতিমখানায় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, আটক দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।