গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম আর নেই

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 03:06:39 pm, Thursday, 17 October 2019
- / 1557 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত শিপুল জানান, বারডেম হাসপাতালে অস্ত্রোপাচারের পর ঢাকা এ্যপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। দুপুর ১টা ২৫ মিনিটে লাইফ সাপোর্ট খুলে দেয়ার পর তার মৃত্যু হয়।
এবিমএম নুরুল ইসলাম গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। ২০১৫ সালে প্রথমবার তিনি গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবারও চেয়ারম্যান নির্বাচিত হন।
Tag :