দৌলতদিয়ায় তীব্র যানজট ॥ ভোগান্তি বাড়ছেই
- প্রকাশের সময় : ০৮:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
- / ১৬৬৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ তীব্র ¯্রােতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচলে অচলবস্থা কাটেনি। প্রচন্ড স্রোতের বিপরীতে বেশীর ভাগ ফেরিই স্বাভাবিক ভাবে চলতে পাড়ছে না। এছাড়া ৩টি ফেরি পুরোপুরি বসিয়ে রাখা হয়েছে। যে ফেরিগুলো চলাচল করছে সে গুলোও ঘন্টার পর ঘন্টা সময় লাগছে প্রতি ট্রিপে।
এ সকল কারণে গত কয়েকদিন ধরে এ রুটে যানবাহন পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে। উভয় ঘাটে নদী পারের অপেক্ষায় আটকে পড়ছে সহ¯্রাধিক যানবাহন। দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ পৌরসভা পর্যন্ত প্রায় পৌনে ৭ কিলোমিটার জুড়ে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। যানজটে আটকে পড়ে সহ¯্রাধিকার যানবাহন। আটকে পড়া যাত্রী ও চালকরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। এক সপ্তাহেও নদী পার হতে পারছে না অপচনশীল পণ্যবাহী যানবাহন। ১/২ দিন ধরে আটকে থেকে কয়েকশ কাঁচামালবাহী ট্রাকের পণ্য পঁচতে শুরু করেছে।
এদিকে গত কয়েকদিনে অচলবস্থা বিবেচনা করে শুক্রবার দৌলতদিয়া ঘাট পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মাহবুবুল ইসলাম। তিনি পরিদর্শন শেষে জানান, বর্তমান পরিস্থিতি ও আসন্ন ঈদের কথা মাথায় রেখে নৌরুট স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসময় সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া অফিসের ম্যানেজার আবু আব্দুল্লাহ রনিসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরেজমিন শুক্রবার দুপুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পৌরসভা পর্যন্ত প্রায় পৌনে ৭ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে দুই/৩ সারির সৃষ্টি হয়ে যান চলাচল একেবারে ধীরগতি হয়ে গেছে। সড়কে আটকে আছে সহ¯্রাধিক বিভিন্ন যানবাহন। এসময় একাধিক বাস চালক অভিযোগ করেন, তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় সিরিয়ালে আটকা থেকে অনেক যাত্রীই অসুস্থ হয়ে পড়ছেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, রুটে চলাচলকারী ১৫টি ফেরির মধ্যে তীব্র ¯্রােতের কারণে ৩টি ফেরি চলাচল করতে পারছে না। অন্য ফেরিগুলো ট্রিপে অতিরিক্ত সময় লাগায় ঘাট এলাকায় যানবাহনের সিরিয়ালের সৃষ্টি হয়েছে।