পাংশায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
- / ১৮৪৭ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল সোমবার রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ভাতশালা বেইলি ব্রীজের কাছ থেকে একটি ওয়ান শ্যূটারগান ও দুইটি কার্তুজসহ কেছমত খা নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সে একই গ্রামের আরশেদ খার ছেলে।
রাজবাড়ী ডিবি ওসি ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ভাতশালা বেইলি ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগের ভেতর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী সহ বহু অভিযোগ সহ দুটি মামলা চলমান রয়েছে। রাতেই তাকে পাংশা থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা হয়েছে।
Tag :