Dhaka ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪০ জন সংবাদটি পড়েছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতি হক সৌরভকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শুক্রবার রাতে রাজবাড়ী শহরের বড়পুল  এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার এনামুল হকের ছেলে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, চলতি বছরের ১৮ জুলাই তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরে মিছিল বের করে। ওই সময় মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। হামলার ঘটনায় গত ৩০ আগস্ট তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাজীব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনশ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। এ মামলায় ইফতি হক সৗরভ এজাহারভুক্ত আসামি। এছাড়া ২৬ আগস্ট তারিখে শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে আরেকটি মামলা করেন। এ মামলায়ও ইফতি হককে আসামি করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ইফতি হক সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতি হক সৌরভকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শুক্রবার রাতে রাজবাড়ী শহরের বড়পুল  এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার এনামুল হকের ছেলে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, চলতি বছরের ১৮ জুলাই তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরে মিছিল বের করে। ওই সময় মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। হামলার ঘটনায় গত ৩০ আগস্ট তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাজীব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনশ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। এ মামলায় ইফতি হক সৗরভ এজাহারভুক্ত আসামি। এছাড়া ২৬ আগস্ট তারিখে শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে আরেকটি মামলা করেন। এ মামলায়ও ইফতি হককে আসামি করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ইফতি হক সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।