Dhaka ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কোটা সংস্কারসহ ৪ দফা দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / ১০৫৫ জন সংবাদটি পড়েছেন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

রাজবাড়ীতে কোটা প্রথার সংস্কার, শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষায় দুর্নীতি বন্ধ করার দাবীতে জেলা ছাত্র ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার রাজবাড়ী রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করে জেলা সংসদের নেতৃবৃন্দ।পরে ১ নং রেলগেট গিয়ে রেললাইনের উপর অবস্থান নেয় নেতাকর্মীরা। পরে পুলিশ এসে বিক্ষোভ কারীদের রেললাইনের উপর থেকে সড়িয়ে দিলে রাজবাড়ী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা বেনাপোল এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

রাজবাড়ী ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী বিক্ষোভ সমাবেশে বলেন, আমার ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আজ আমরা সংখ্যায় কম হলেও আমাদের আন্দোলন বেগবান হবেই। মানুষের ভালো বাসায় আমরা একদিন সফল হবোই।

আজ আমরা রেললাইনে দাড়িয়ে বিক্ষোভ করেছি। তবে মানুষের জন্য আমরা কাজ করি তাই মানুষের ভোগান্তি যাতে করে না হয় তাই সরে দাড়িয়ে বিক্ষোভ করেছি। আমরা আবারও রাজপথে আসবো সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে।

বিক্ষোভ সমাবেশ জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহেরা খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহির খান সহ সদস্য তাহসিন,সাব্বির সজীব অনিকসহ নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটা সংস্কারসহ ৪ দফা দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ 

প্রকাশের সময় : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

রাজবাড়ীতে কোটা প্রথার সংস্কার, শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষায় দুর্নীতি বন্ধ করার দাবীতে জেলা ছাত্র ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার রাজবাড়ী রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করে জেলা সংসদের নেতৃবৃন্দ।পরে ১ নং রেলগেট গিয়ে রেললাইনের উপর অবস্থান নেয় নেতাকর্মীরা। পরে পুলিশ এসে বিক্ষোভ কারীদের রেললাইনের উপর থেকে সড়িয়ে দিলে রাজবাড়ী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা বেনাপোল এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

রাজবাড়ী ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী বিক্ষোভ সমাবেশে বলেন, আমার ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আজ আমরা সংখ্যায় কম হলেও আমাদের আন্দোলন বেগবান হবেই। মানুষের ভালো বাসায় আমরা একদিন সফল হবোই।

আজ আমরা রেললাইনে দাড়িয়ে বিক্ষোভ করেছি। তবে মানুষের জন্য আমরা কাজ করি তাই মানুষের ভোগান্তি যাতে করে না হয় তাই সরে দাড়িয়ে বিক্ষোভ করেছি। আমরা আবারও রাজপথে আসবো সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে।

বিক্ষোভ সমাবেশ জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহেরা খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহির খান সহ সদস্য তাহসিন,সাব্বির সজীব অনিকসহ নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।