রাজবাড়ী জেলা পুলিশের তৎপরতা
১০৭টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর
- প্রকাশের সময় : ১১:০০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ১০৭৫ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলা পুলিশ ১০৭টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এসব ফোন তাদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল হারানো জিডির সূত্র ধরে রাজবাড়ী জেলা থেকে বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপারের কার্যালয় রাজবাড়ীর সম্মেলন কক্ষে ১০৭ টি মোবাইল ফোনের তথ্য যাচাই বাছাই করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ পিপিএম। এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার জিডি হতে ৪২ টি, গোয়ালন্দ ঘাট থানার জিডি হতে- ১২ টি, পাংশা মডেল থানার জিডি হতে- ২৩ টি, কালুখালী থানার জিডি হতে- ১২ টি এবং বালিয়াকান্দি থানার জিডি হতে- ১৮ টি সর্বমোট-১০৭টি হারানো মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া এমএফসি বিকাশ নগদের ৪২,০০০ টাকা উদ্ধার এবং ফেসবুক হ্যাক ৮টি রিকভারি করা হয়।