স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
- প্রকাশের সময় : ০৯:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ১০৬১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে রাশেদা বেগম নামে এক গৃহবধূকে ইট দিয়ে মাথা থেতলে হত্যার দায়ে তার স্বামী আব্দুল মন্ডলকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আব্দুল রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের নুরুল মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আব্দুল মন্ডল বিদেশে যাওয়ার জন্য তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিত। রাশেদা বেগম তাতে রাজী ছিল না। ২০২৩ সালের ৬ জুন দিবাগত রাতে আব্দুল মন্ডল তার স্ত্রীকে ইট দিয়ে মাথা থেতলে দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় নিহতের বোন আসমা বেগম বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী জানান, খুব দ্রæত সময়ের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আদালত যে রায় দিয়েছেন তাতে তিনি খুশী।